রংপুর প্রতিনিধি

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-১ তোলা হলে আদালতের বিচারক সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে মহানগর কোতোয়ালি থানা থেকে তাঁকে কড়া প্রহরায় আদালতে নিয়ে আসা হয়। শুনানিতে মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজার রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, ‘সাবেক এমপি আফতাব উদ্দিন বয়স্ক মানুষ। রাজনৈতিক কারণে মামলার আসামি হয়েছেন। তাঁর পক্ষে জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড দিয়েছেন।’
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ছিলেন।
পুলিশ আরও জানায়, বিগত ১৬ বছর বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। ওই মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনি ডিমলা এবং নীলফামারী সদর থানায় পৃথক হত্যাচেষ্টা মামলার আসামি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-১ তোলা হলে আদালতের বিচারক সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে মহানগর কোতোয়ালি থানা থেকে তাঁকে কড়া প্রহরায় আদালতে নিয়ে আসা হয়। শুনানিতে মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজার রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, ‘সাবেক এমপি আফতাব উদ্দিন বয়স্ক মানুষ। রাজনৈতিক কারণে মামলার আসামি হয়েছেন। তাঁর পক্ষে জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড দিয়েছেন।’
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ছিলেন।
পুলিশ আরও জানায়, বিগত ১৬ বছর বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। ওই মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনি ডিমলা এবং নীলফামারী সদর থানায় পৃথক হত্যাচেষ্টা মামলার আসামি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১২ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৭ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪২ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে