
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউনিয়নে ভোটকেন্দ্রে দুই প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুল আলম মিলন (নৌকা) ও ‘বিদ্রোহী’ প্রার্থী কুদরত-ই খুদা মিলন (চশমা) সমর্থকদের মধ্যে এ ঘটনায় ১৫ জন আহত হন। এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে পুলিশ পাঁচজনকে আটক করে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন বাড়ি থেকে ব্যালটসহ ওই পাঁচজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও এলাকার তফিজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন মুসা (৩৪), উকিল জোত এলাকার দলিলের ছেলে জামাল, একই এলাকার রাখালের ছেলে জাফরুল, সন্ন্যাসীপাড়া এলাকার ইসরাইলের ছেলে মির্জা ও সিপাইপাড়া এলাকার বেলালের ছেলে সাকিব। তবে আটক ব্যক্তিরা কোন প্রার্থীর লোক এটা পুলিশ নিশ্চিত করেনি। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুল আলম মিলনের লোক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুল আলম মিলনের কয়েকজন কর্মী লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্রে হামলা করে এবং জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। মুহূর্তেই ভোটার শূন্য হয়ে পড়ে ভোট কেন্দ্র। প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ভোট গ্রহণ। পরে পুলিশ ও প্রশাসনের লোক এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নুরজামান (৩৫), ফুলবানু (৫৫), শাহারুল (৩৫), মুন্না (২৭), কুদ্দুস (৫০), নওসাদ (৩৫), মোতালেব (৪৫), পুলক (৩০), রাজন (৩৫), রনি (৩২), রাজ্জাক (৪৮), এমরাতুল্লাহ (৫৫), নাজমুল (৩৫), আমান উল্লাহ (৫৫) ও আবুল কালাম (৪৫)।
পুলিশ জানায়, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছিল। বিকেলে দিকে একদল লোক জোরপূর্বক কেন্দ্রে ঢুকে বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্র সংলগ্ন একটি বাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয়।
অন্যদিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেঁতুলিয়া পিকনিক কর্নার কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাসুদ করিম সিদ্দিকী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী সাহাদাত হোসেন রঞ্জু (মোটরসাইকেল) প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু ব্যালট ও টাকা জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৬ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩০ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে