রংপুর প্রতিনিধি

অনিয়ম-দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যসহ ২০টি অভিযোগ এনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুরের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দেন মর্ণেয়া ইউনিয়নবাসী।
এর আগে গত ২৬ জানুয়ারি এই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ করেন তিন সংরক্ষিত নারী সদস্যসহ ১০ জন ইউপি সদস্য। এতে চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি, বেআইনিভাবে সরকারি গাছ কাটাসহ ২০টি অভিযোগ করেন তারা।
মানববন্ধনে ইউপি সদস্যরা বলেন, কোনো নিয়ম-নীতি তোয়াক্কা না করে একনায়কতন্ত্র কায়েম করেছেন জিল্লুর চেয়ারম্যান। একই সঙ্গে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, ইউএনও, দুদকসহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগও দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, দুস্থ লোকদের সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। একই সঙ্গে জন্ম নিবন্ধনসহ নানা নিবন্ধনের জন্য নেন বাড়তি টাকা। এমন চেয়ারম্যানের অপসারণ দাবি করেন সেবাবঞ্চিতরা।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তদন্তের পর সব সত্য উঠে আসবে।
এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গঙ্গাচড়া উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, মর্ণেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব না পেলে এবং তা সন্তোষজনক না হলে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, মর্ণেয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং ১০ সদস্যের অনাস্থার অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত শেষে ইউনিয়ন পরিষদ আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনিয়ম-দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যসহ ২০টি অভিযোগ এনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুরের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দেন মর্ণেয়া ইউনিয়নবাসী।
এর আগে গত ২৬ জানুয়ারি এই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ করেন তিন সংরক্ষিত নারী সদস্যসহ ১০ জন ইউপি সদস্য। এতে চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি, বেআইনিভাবে সরকারি গাছ কাটাসহ ২০টি অভিযোগ করেন তারা।
মানববন্ধনে ইউপি সদস্যরা বলেন, কোনো নিয়ম-নীতি তোয়াক্কা না করে একনায়কতন্ত্র কায়েম করেছেন জিল্লুর চেয়ারম্যান। একই সঙ্গে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, ইউএনও, দুদকসহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগও দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, দুস্থ লোকদের সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। একই সঙ্গে জন্ম নিবন্ধনসহ নানা নিবন্ধনের জন্য নেন বাড়তি টাকা। এমন চেয়ারম্যানের অপসারণ দাবি করেন সেবাবঞ্চিতরা।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তদন্তের পর সব সত্য উঠে আসবে।
এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গঙ্গাচড়া উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, মর্ণেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব না পেলে এবং তা সন্তোষজনক না হলে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, মর্ণেয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং ১০ সদস্যের অনাস্থার অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত শেষে ইউনিয়ন পরিষদ আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে