Ajker Patrika

অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ২০: ৩৭
অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা 

রংপুরে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে নগরীর কালেক্টরেট স্কুলসংলগ্ন জে পাল কোম্পানি ও এসএস ট্রেডার্সের গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন। আফসানা পারভীন জানান, সরকারিভাবে খোলা সয়াবিন তেল ১৮০ টাকা লিটার বিক্রির নির্দেশনা দেওয়া হলেও জে পাল কোম্পানির মালিক বিশ্বজিৎ পাল পাইকারিতে ১৮৩ টাকা লিটার বিক্রি করেছেন। এ ছাড়া এসএস ট্রেডার্স কোনো বিক্রির রসিদ দেখাতে পারেনি। অতিরিক্ত দামে তেল বিক্রির কারণে খুচরা পর্যায়ে সাধারণ ভোক্তাদের কাছে তেলের দাম ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

গোডাউনে প্রায় ৫২ হাজার লিটার মজুত করা তেল পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকাগোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রংপুর মহানগরে মার্কেটে অভিযান চালিয়ে জে পাল কোম্পানির গোডাউনে ১ হাজার ৬০০ লিটার সয়াবিন এবং ৯ হাজার ১০০ লিটার পাম ও সুপার তেল এবং এসএস ট্রেডার্সের গোডাউনে ১৩ হাজার লিটার সয়াবিন ও ৩৭ হাজার লিটার পাম ওয়েলসহ প্রায় ৫২ হাজার লিটার মজুত করা তেল পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ওই দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া মজুত তেল ন্যায্য মূল্যে বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। 

আফসানা পারভীন আরও জানান, সয়াবিন তেল নিয়ে চলমান সংকটে গত কয়েক দিনে রংপুরে প্রায় ৬৫ হাজার লিটার তেল বিভিন্ন গোডাউন থেকে বের করে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়। মজুত তেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

ফাটা বাঁশের চিপায় ইরান

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত