কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে ওয়ার্ডের বেলকনিতে রাখা ম্যাট্রেসে প্রথম আগুন দেখা যায়। সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম।
ডায়রিয়া ওয়ার্ড সূত্র জানায়, ওয়ার্ডের একটি কক্ষের পূর্ব দিকের বেলকনিতে রাখা কিছু ম্যাট্রেসে আগুন লাগে। এ সময় ওয়ার্ডে ১৫ শিশুসহ মোট ৩০ জন রোগী ছিল। তবে ধোঁয়া দেখে রোগী ও তাদের স্বজনরা দ্রুত ওয়ার্ডের বাইরে বের হয়ে যাওয়ায় কারও কোনোও ক্ষতি হয়নি।
ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রোজিনা খাতুন বলেন, ‘দুপুর ২টা ৫০ মিনিটে হঠাৎ করে ওয়ার্ডের একটি কক্ষের বেলকনি থেকে ধোঁয়া উড়তে দেখি। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়েছে এমন সন্দেহে সঙ্গে সঙ্গে আমরা মেইন সুইচ বন্ধ করে দেই। কিন্তু ধোঁয়া বেশি হয়ে কক্ষের টয়লেটে আগুন ছড়িয়ে পড়ে। রোগীরা দ্রুত ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
ক্ষয়ক্ষতি প্রশ্নে রোজিনা বলেন, ‘আগুনের ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। রোগীরা ধোঁয়া দেখে বের হয়ে যাওয়ায় কারও কোনো ক্ষতি হয়নি। শুধু পুরোনো কিছু ম্যাট্রেস পুড়ে গেছে।’
আছমা নামের ওয়ার্ডের এক রোগী বলেন, ‘কেমন করে আগুন লাগছে জানি না। আগুনের ধোঁয়া দেখে আমরা বাইরে বের হয়ে গেছি।’
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে বেলকনিতে রাখা ম্যাট্রেসে আগুন লাগে। পরে ওই আগুনে টয়লেটের দরজাও পুড়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিভিয়ে ফেলি। অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহীনুর রহমান সরদার বলেন, ‘আগুনে তেমন কোনোও ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে আমরা একটি তদন্ত কমিটি করব।’

কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে ওয়ার্ডের বেলকনিতে রাখা ম্যাট্রেসে প্রথম আগুন দেখা যায়। সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম।
ডায়রিয়া ওয়ার্ড সূত্র জানায়, ওয়ার্ডের একটি কক্ষের পূর্ব দিকের বেলকনিতে রাখা কিছু ম্যাট্রেসে আগুন লাগে। এ সময় ওয়ার্ডে ১৫ শিশুসহ মোট ৩০ জন রোগী ছিল। তবে ধোঁয়া দেখে রোগী ও তাদের স্বজনরা দ্রুত ওয়ার্ডের বাইরে বের হয়ে যাওয়ায় কারও কোনোও ক্ষতি হয়নি।
ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রোজিনা খাতুন বলেন, ‘দুপুর ২টা ৫০ মিনিটে হঠাৎ করে ওয়ার্ডের একটি কক্ষের বেলকনি থেকে ধোঁয়া উড়তে দেখি। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়েছে এমন সন্দেহে সঙ্গে সঙ্গে আমরা মেইন সুইচ বন্ধ করে দেই। কিন্তু ধোঁয়া বেশি হয়ে কক্ষের টয়লেটে আগুন ছড়িয়ে পড়ে। রোগীরা দ্রুত ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
ক্ষয়ক্ষতি প্রশ্নে রোজিনা বলেন, ‘আগুনের ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। রোগীরা ধোঁয়া দেখে বের হয়ে যাওয়ায় কারও কোনো ক্ষতি হয়নি। শুধু পুরোনো কিছু ম্যাট্রেস পুড়ে গেছে।’
আছমা নামের ওয়ার্ডের এক রোগী বলেন, ‘কেমন করে আগুন লাগছে জানি না। আগুনের ধোঁয়া দেখে আমরা বাইরে বের হয়ে গেছি।’
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে বেলকনিতে রাখা ম্যাট্রেসে আগুন লাগে। পরে ওই আগুনে টয়লেটের দরজাও পুড়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিভিয়ে ফেলি। অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহীনুর রহমান সরদার বলেন, ‘আগুনে তেমন কোনোও ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে আমরা একটি তদন্ত কমিটি করব।’

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
৯ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৪ মিনিট আগে