Ajker Patrika

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত শিশু, আহত ৬

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫৬
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত শিশু, আহত ৬

রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক শিশুর মৃত্যু হয়েছে এবং ছয়জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম সুরাইয়া আক্তার (১১)। সে ইকরচালী ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের গ্রামের ভুট্টু মিয়ার মিয়া মেয়ে। সে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম, পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি সকাল ১০টার দিকে ইকরচালী বাজার থেকে যাত্রী নিয়ে তারাগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহন অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমাইয়া নামের এক শিশুর। আহত হন অটোরিকশার চালক জাহাঙ্গীর আলমসহ ছয়জন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘বরাতি সেতুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও শ্যামলী পরিবহনের বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত