Ajker Patrika

গাইবান্ধার সাঘাটা সেতুর সংযোগ সড়কে ধস

প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা) 
গাইবান্ধার সাঘাটা সেতুর সংযোগ সড়কে ধস

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গোবিন্দগঞ্জ সড়কের ত্রিমোহনী সেতুর পশ্চিম পাড়ে সেতুর পাশাপাশি দুটি স্থানে সংযোগ সড়ক ধসে গেছে। গত বছর ধসে যাওয়া স্থানে বালু মাটি দিয়ে পূরণ করলেও এবার বর্ষার শুরুতেই বৃষ্টির পানির তোরে আবারও গভীর খাদের সৃষ্টি হয়েছে। এই খাদের পশ্চিম পাশে আরও একটি খাদের সৃষ্টি হয়েছে। কিন্তু খাদের ভরাট ব্যাপারে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। ফলে যে কোন সময় ধসের স্থান আরও বড় আকারে খাদে পরিণত হয়ে চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। 

সেতুর পশ্চিম পাড়ের বিষপুকুর গ্রামের বাসিন্দা আইয়ুব হোসেন জানান, সড়কটির সামান্য ভাঙা থেকে দিনদিন আরও বেড়ে যাচ্ছে। এটি মেরামত করা না হলে ধসে যাওয়া অংশ বেড়ে গেলে সেতু ওপর দিয়ে দু’পাড়ের মানুষের চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়বে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কনস্ট্রাকশন অব লং ব্রিজ-১ এর তথ্য মতে, উপজেলার এই ইউনিয়ন রোডস প্রজেক্টের (এলবিসি) আওতায় কাটাখালী নদীর ওপর ৪ হাজার ২৫ মিটার এই সেতুর কাজ শুরু হয় ২০১৩ সালের ২১ অক্টোবর। সেতুর নির্মাণ ব্যয় হয় ২৪ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৬৬০ টাকা। পরবর্তীতে কাজ সম্পন্ন হলে ২০১৭ সালের ৭ ডিসেম্বর সেতুটি উদ্বোধন করা হয়। ফলে দুপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়। 

সড়ক সংযোগে ধসের ব্যাপারে গাইবান্ধা এলজিইডির সিনিয়র-সহকারী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, সড়ক ধসের স্থান ভরাট করার জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত