
দিনাজপুরের নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের উত্তর খেতের মাঠে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের মৃত জোনাব আলীর ছেলে মো. রাজা মিয়া (৫২) ও পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামের মৃত অলিমুদ্দিনের ছেলে শাজাহান আলী (৪৫)। শাজাহান বেয়াই রাজা মিয়ার বাড়ি বেড়াতে এসেছিলেন।
বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ।
রাজা মিয়ার ভাই বাবু মিয়া আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে দুই বেয়াই ধানখেতে ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাঁদের কোনো খোঁজ পাচ্ছিলাম না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে মাঠের এক শ্যালোমেশিনের ছাউনির নিচে তাঁদের মরদেহ পাওয়া যায়।
ওসি আব্দুল বলেন, ধানখেতে ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হলে দুই বেয়াই খেতের পাশে থাকা একটি শ্যালোমেশিনের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। ঘটনা জানার পর ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৬ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৬ মিনিট আগে