গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে গাইবান্ধার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।
গতকাল রোববার ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক লোহা গলানোর কারখানা থেকে এজাহারে তালিকাভুক্ত আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে ইমরান এবং একই এলাকার হাসু মিয়ার ছেলে মো. মোহাইমিনুজ্জামান রবিন। রবিন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার বলেন, দ্রুত রবিনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে।
পুলিশ সুপার জানান, ইমরানকে গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত থাকায় রবিনকে গ্রেপ্তার করা হয়। এই দুজন আসামির কাছ থেকে পুলিশ অনেক তথ্য পেয়েছেন বলে জানান তিনি। তিনি আরও জানান, আলোচিত এই হত্যাকাণ্ড কি কারণে ঘটেছে এবং কেন করা হয়েছে পুলিশ তা জেনেছে। তদন্তের স্বার্থে এখনই বলা সম্ভব নয় বলে জানান তিনি।
উল্লেখ্য, গত তিন মাস আগে পূর্বপাড়া গ্রামের নবাব আলীর ছেলে কাঞ্চনের সঙ্গে মোটরসাইকেল ওভারটেক নিয়ে রকির বাগ্বিতণ্ডা হয়। গত ১১ জুলাই রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি মোটরসাইকেলযোগে ওষুধ কিনে শহরের পূর্বপাড়া হালিম বিড়ি কারখানার সামনে পৌঁছালে কাঞ্চন ও তাঁর সঙ্গীরা তাঁকে পথ রোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে ১০ জনের নামে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে গাইবান্ধার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।
গতকাল রোববার ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক লোহা গলানোর কারখানা থেকে এজাহারে তালিকাভুক্ত আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে ইমরান এবং একই এলাকার হাসু মিয়ার ছেলে মো. মোহাইমিনুজ্জামান রবিন। রবিন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার বলেন, দ্রুত রবিনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে।
পুলিশ সুপার জানান, ইমরানকে গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত থাকায় রবিনকে গ্রেপ্তার করা হয়। এই দুজন আসামির কাছ থেকে পুলিশ অনেক তথ্য পেয়েছেন বলে জানান তিনি। তিনি আরও জানান, আলোচিত এই হত্যাকাণ্ড কি কারণে ঘটেছে এবং কেন করা হয়েছে পুলিশ তা জেনেছে। তদন্তের স্বার্থে এখনই বলা সম্ভব নয় বলে জানান তিনি।
উল্লেখ্য, গত তিন মাস আগে পূর্বপাড়া গ্রামের নবাব আলীর ছেলে কাঞ্চনের সঙ্গে মোটরসাইকেল ওভারটেক নিয়ে রকির বাগ্বিতণ্ডা হয়। গত ১১ জুলাই রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি মোটরসাইকেলযোগে ওষুধ কিনে শহরের পূর্বপাড়া হালিম বিড়ি কারখানার সামনে পৌঁছালে কাঞ্চন ও তাঁর সঙ্গীরা তাঁকে পথ রোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে ১০ জনের নামে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে