রংপুর প্রতিনিধি

নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সঠিক হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। এরপরও সরকারে পক্ষে বিপক্ষে কথা বলার প্রমাণ হিসেবে রাখতে সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হবে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করব। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা নির্বাচন নিয়ে বলেছিলাম, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি, সরকারি দল নানাভাবে প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই, সাধারণ নির্বাচনগুলোতে সরকারের কর্তৃত্ব প্রভাবিত করে রেজাল্ট নিজের পক্ষে নেওয়ায় হয়। এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসী ও কর্মী-সমর্থকদের দেখানোর জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। যাতে সরকারে পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি।’
ইভিএম নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, ইভিএম দিয়ে নির্বাচন সঠিক হচ্ছে না। নির্বাচন আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা যা আগেই বলেছিলাম। এখন তা সত্যও প্রমাণিত হয়েছে।’
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও অলিগলিতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। সকাল থেকে ৩৩টি ওয়ার্ড এবং ১৯২টি নির্বাচনী সেন্টার থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা আজ হন পাবলিক লাইব্রেরি মাঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমাদের এই সম্মেলন। সম্মেলন সফল করতে পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।’

নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সঠিক হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। এরপরও সরকারে পক্ষে বিপক্ষে কথা বলার প্রমাণ হিসেবে রাখতে সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হবে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করব। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা নির্বাচন নিয়ে বলেছিলাম, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি, সরকারি দল নানাভাবে প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই, সাধারণ নির্বাচনগুলোতে সরকারের কর্তৃত্ব প্রভাবিত করে রেজাল্ট নিজের পক্ষে নেওয়ায় হয়। এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসী ও কর্মী-সমর্থকদের দেখানোর জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। যাতে সরকারে পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি।’
ইভিএম নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, ইভিএম দিয়ে নির্বাচন সঠিক হচ্ছে না। নির্বাচন আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা যা আগেই বলেছিলাম। এখন তা সত্যও প্রমাণিত হয়েছে।’
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও অলিগলিতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। সকাল থেকে ৩৩টি ওয়ার্ড এবং ১৯২টি নির্বাচনী সেন্টার থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা আজ হন পাবলিক লাইব্রেরি মাঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমাদের এই সম্মেলন। সম্মেলন সফল করতে পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে