রংপুর প্রতিনিধি

নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সঠিক হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। এরপরও সরকারে পক্ষে বিপক্ষে কথা বলার প্রমাণ হিসেবে রাখতে সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হবে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করব। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা নির্বাচন নিয়ে বলেছিলাম, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি, সরকারি দল নানাভাবে প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই, সাধারণ নির্বাচনগুলোতে সরকারের কর্তৃত্ব প্রভাবিত করে রেজাল্ট নিজের পক্ষে নেওয়ায় হয়। এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসী ও কর্মী-সমর্থকদের দেখানোর জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। যাতে সরকারে পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি।’
ইভিএম নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, ইভিএম দিয়ে নির্বাচন সঠিক হচ্ছে না। নির্বাচন আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা যা আগেই বলেছিলাম। এখন তা সত্যও প্রমাণিত হয়েছে।’
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও অলিগলিতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। সকাল থেকে ৩৩টি ওয়ার্ড এবং ১৯২টি নির্বাচনী সেন্টার থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা আজ হন পাবলিক লাইব্রেরি মাঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমাদের এই সম্মেলন। সম্মেলন সফল করতে পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।’

নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সঠিক হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। এরপরও সরকারে পক্ষে বিপক্ষে কথা বলার প্রমাণ হিসেবে রাখতে সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হবে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করব। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা নির্বাচন নিয়ে বলেছিলাম, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি, সরকারি দল নানাভাবে প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই, সাধারণ নির্বাচনগুলোতে সরকারের কর্তৃত্ব প্রভাবিত করে রেজাল্ট নিজের পক্ষে নেওয়ায় হয়। এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসী ও কর্মী-সমর্থকদের দেখানোর জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। যাতে সরকারে পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি।’
ইভিএম নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, ইভিএম দিয়ে নির্বাচন সঠিক হচ্ছে না। নির্বাচন আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা যা আগেই বলেছিলাম। এখন তা সত্যও প্রমাণিত হয়েছে।’
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও অলিগলিতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। সকাল থেকে ৩৩টি ওয়ার্ড এবং ১৯২টি নির্বাচনী সেন্টার থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা আজ হন পাবলিক লাইব্রেরি মাঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমাদের এই সম্মেলন। সম্মেলন সফল করতে পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।’

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
২০ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২৪ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৪০ মিনিট আগে