আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া (রংপুর)

‘গত বছর শেখ হাসিনা আপা হামার রংপুরত আসায় হামার তিস্তাপারের মানুষগুলার মনত খুব আশা ছিল। এবারের বাজেটে মনে হয় হামার তিস্তার নদী বান্দি দেবে হামার হাসিনা আপা। কিন্তু সবারগুলা মুখে মুখে শুনবার নাগছি, এবার নাকি হামার রংপুরের জন্য কোনো বাজেটই নাই।’
আজ শনিবার সকালে তিস্তা চরে বাদাম তোলার সময় উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ৫০ বছর বয়সী বকুল মিয়া প্রস্তাবিত বাজেট নিয়ে এভাবেই ক্ষোভ আর হতাশা ঝাড়েন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরত শেখ হাসিনা আসি হামরা গঙ্গাচড়ার প্রায় সবগুলা গেছনো শেখ হাসিনার কথা শুনবার জন্য। তা যায়া হামার লাভ কী হইছে বাহে? এবার বাজেটের কথা শুনি হামারগুলার মন ভাঙি গেইছে। হামার রংপুরের নেতাগর সারা দিন খালি যে শেখ হাসিনা শেখ হাসিনা কয়া চিল্লায়, তা চিল্লি লাভ কী? সৌগে বেলে ভাটি অঞ্চলের জন্য বরাদ্দ দেছে হাসিনা, হামার জন্য বলে কিছুই নাই।’
সরেজমিনে তিস্তাপাড়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তাঁদের বড় আশা ছিল সরকার তিস্তা নদী শাসন করার ব্যবস্থা করবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে উত্তরাঞ্চলের তিস্তা নদীসহ কোনো খাতে বরাদ্দ না থাকায় চিন্তার ভাঁজ পড়েছে তিস্তাপারের মানুষের কপালে। তারা বলছে, ‘শেখ হাসিনা ভোটের আগে রংপুরত এসে আমাদের অনেক কথা বলে গেছেন। কিন্তু কোনো কথাই রাখলেন না। এই বাজেটই হামাদের মনে করিয়ে দেয়, আমাদের রংপুরের মানুষকে কতটা ভালোবাসেন তিনি।’
তিস্তার চর থেকে নৌকায় করে গরুর জন্য ঘাস নিয়ে ফেরার সময় কথা হয় কোলকোন্দ ইউনিয়নের চরাঞ্চলের বাসিন্দা রফিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘হামরা তো সরকারের কাছে কিছু চাই না। হামরা শুধু চাই তিস্তা নদীটা একনা শাসন। হামরা তিস্তাপারের মানুষ, কারও দয়া নিয়া বাঁচিবার চাই না। হামরা কাম করি খাওয়া শিখছি। শুধু হামারগুলার একটাই দুঃখ, এই তিস্তার ভাঙন।’
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী আজকের পত্রিকাকে বলেন, ‘তিস্তাপারের মানুষের মনে বড় একটা আশা ছিল যে, সরকার এবার তিস্তা নদী নিজ অর্থায়নে শাসন করবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে উত্তরাঞ্চলের কোনো খাতেই বরাদ্দ না থাকায় এই এলাকার মানুষ হতাশ। একসময় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ধরনের বৈষম্য ছিল, এই বাজেটে উত্তরাঞ্চলের মানুষের সঙ্গে তেমনটি হচ্ছে। আমাদের দাবি, যেহেতু এই বাজেট এখনো বাস্তবায়ন হয়নি, তাই দ্রুত এই বাজেট সংশোধন করে তিস্তা নদী শাসনসহ উত্তরাঞ্চলের বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হোক।’

‘গত বছর শেখ হাসিনা আপা হামার রংপুরত আসায় হামার তিস্তাপারের মানুষগুলার মনত খুব আশা ছিল। এবারের বাজেটে মনে হয় হামার তিস্তার নদী বান্দি দেবে হামার হাসিনা আপা। কিন্তু সবারগুলা মুখে মুখে শুনবার নাগছি, এবার নাকি হামার রংপুরের জন্য কোনো বাজেটই নাই।’
আজ শনিবার সকালে তিস্তা চরে বাদাম তোলার সময় উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ৫০ বছর বয়সী বকুল মিয়া প্রস্তাবিত বাজেট নিয়ে এভাবেই ক্ষোভ আর হতাশা ঝাড়েন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরত শেখ হাসিনা আসি হামরা গঙ্গাচড়ার প্রায় সবগুলা গেছনো শেখ হাসিনার কথা শুনবার জন্য। তা যায়া হামার লাভ কী হইছে বাহে? এবার বাজেটের কথা শুনি হামারগুলার মন ভাঙি গেইছে। হামার রংপুরের নেতাগর সারা দিন খালি যে শেখ হাসিনা শেখ হাসিনা কয়া চিল্লায়, তা চিল্লি লাভ কী? সৌগে বেলে ভাটি অঞ্চলের জন্য বরাদ্দ দেছে হাসিনা, হামার জন্য বলে কিছুই নাই।’
সরেজমিনে তিস্তাপাড়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তাঁদের বড় আশা ছিল সরকার তিস্তা নদী শাসন করার ব্যবস্থা করবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে উত্তরাঞ্চলের তিস্তা নদীসহ কোনো খাতে বরাদ্দ না থাকায় চিন্তার ভাঁজ পড়েছে তিস্তাপারের মানুষের কপালে। তারা বলছে, ‘শেখ হাসিনা ভোটের আগে রংপুরত এসে আমাদের অনেক কথা বলে গেছেন। কিন্তু কোনো কথাই রাখলেন না। এই বাজেটই হামাদের মনে করিয়ে দেয়, আমাদের রংপুরের মানুষকে কতটা ভালোবাসেন তিনি।’
তিস্তার চর থেকে নৌকায় করে গরুর জন্য ঘাস নিয়ে ফেরার সময় কথা হয় কোলকোন্দ ইউনিয়নের চরাঞ্চলের বাসিন্দা রফিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘হামরা তো সরকারের কাছে কিছু চাই না। হামরা শুধু চাই তিস্তা নদীটা একনা শাসন। হামরা তিস্তাপারের মানুষ, কারও দয়া নিয়া বাঁচিবার চাই না। হামরা কাম করি খাওয়া শিখছি। শুধু হামারগুলার একটাই দুঃখ, এই তিস্তার ভাঙন।’
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী আজকের পত্রিকাকে বলেন, ‘তিস্তাপারের মানুষের মনে বড় একটা আশা ছিল যে, সরকার এবার তিস্তা নদী নিজ অর্থায়নে শাসন করবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে উত্তরাঞ্চলের কোনো খাতেই বরাদ্দ না থাকায় এই এলাকার মানুষ হতাশ। একসময় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ধরনের বৈষম্য ছিল, এই বাজেটে উত্তরাঞ্চলের মানুষের সঙ্গে তেমনটি হচ্ছে। আমাদের দাবি, যেহেতু এই বাজেট এখনো বাস্তবায়ন হয়নি, তাই দ্রুত এই বাজেট সংশোধন করে তিস্তা নদী শাসনসহ উত্তরাঞ্চলের বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হোক।’

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে