নওগাঁর রাণীনগরে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার দুপুরে উপজেলার রক্তদহ বিলের রমজান আলীর ঘাটের অদূরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো—রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ভোঁপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে রিফাত (১৫)। হাসপাতালে ভর্তি আহতেরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের মৃদুল (২৬) ও একউ উপজেলার দমদমা গ্রামের দুলালী বিবি (৩৫)। আহতেরা রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে ভর্তি আহত মৃদুল জানান, গতকাল শনিবার রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে গোসলের আগে রমজানের ঘাটে দুইটি ডিঙি নৌকায় চরে প্রায় ১২-১৩ জন বিলের মধ্যে যাচ্ছিল। এ সময় ঘাটের অদূরে যেতেই নৌকা ডুবে যায়। এতে তামান্না, রিফাত, আয়েশা বিবি (২৪), মৃদুলসহ সবাই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে তামান্না ও রিফাতকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
রাণীনগর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) আতাউর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন এবং আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে নিহত দুজনের মরদেহ পরিবারের স্বজনেরা নিয়ে গেছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘নৌকা ডুবে হতাহতের ঘটনার কথা শুনেছি।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে