সিরাজগঞ্জ প্রতিনিধি

‘বিএনপির ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না’— নির্বাচনী প্রচারণায় নেতা-কর্মীদের এমন নির্দেশনা দেন সিরাজগঞ্জের এক আওয়ামী লীগ নেতা।
গতকাল শুক্রবার রাতে তাড়াশ উপজেলার নওগাঁ মাজার বাজারে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। বক্তব্য দেওয়া ব্যক্তি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুল হাইকে বলতে শোনা যায়, ‘ভোটের স্লিপগুলো দলীয় লোকজনকে দিও। বিএনপিকে না। বিএনপির একজন লোককেও বিশ্বাস করা যাবে না। বিএনপির লোককে ভোটকেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না। বিএনপিকে বিশ্বাস করা যাবে না। আমি আপনাদের বলি, যেগুলো বিএনপি আছে, আমাদের অত্যন্ত কাছের, আমাদের কথা শোনে বা ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই সব মানুষকে নিয়ে যাবেন। তাও ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না।’
আব্দুল হাই আরও বলেন, ‘আপনারা দয়া করে আগামী ৭ তারিখে সবাই মিলে আগেই ভোট নিয়ে নেবেন। ভোট দিয়ে অধ্যাপক আব্দুল আজিজকে জয়ের মালা পরিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আজিজ সাহেব এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাইকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘দলীয় এমন কোনো নির্দেশনা নেই। আমরা যারা ভোট চাইছি, তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ভোট চাইছি। তবে তিনি (আব্দুল হাই) এমন কোনো কথা বলেছেন কি না, আমি জানি না।’

‘বিএনপির ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না’— নির্বাচনী প্রচারণায় নেতা-কর্মীদের এমন নির্দেশনা দেন সিরাজগঞ্জের এক আওয়ামী লীগ নেতা।
গতকাল শুক্রবার রাতে তাড়াশ উপজেলার নওগাঁ মাজার বাজারে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। বক্তব্য দেওয়া ব্যক্তি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুল হাইকে বলতে শোনা যায়, ‘ভোটের স্লিপগুলো দলীয় লোকজনকে দিও। বিএনপিকে না। বিএনপির একজন লোককেও বিশ্বাস করা যাবে না। বিএনপির লোককে ভোটকেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না। বিএনপিকে বিশ্বাস করা যাবে না। আমি আপনাদের বলি, যেগুলো বিএনপি আছে, আমাদের অত্যন্ত কাছের, আমাদের কথা শোনে বা ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই সব মানুষকে নিয়ে যাবেন। তাও ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না।’
আব্দুল হাই আরও বলেন, ‘আপনারা দয়া করে আগামী ৭ তারিখে সবাই মিলে আগেই ভোট নিয়ে নেবেন। ভোট দিয়ে অধ্যাপক আব্দুল আজিজকে জয়ের মালা পরিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আজিজ সাহেব এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাইকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘দলীয় এমন কোনো নির্দেশনা নেই। আমরা যারা ভোট চাইছি, তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ভোট চাইছি। তবে তিনি (আব্দুল হাই) এমন কোনো কথা বলেছেন কি না, আমি জানি না।’

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩৬ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে