নাটোর প্রতিনিধি

নাটোরে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের কুপিয়ে জখম করা হয়। মাদক কেনাবেচার এরিয়া ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকার দুজন হলেন শহরের পশ্চিম কান্দিভিটুয়া এলাকার মো. আল আমিন (২৪) ও মো. হাবিব (২০)। এ সময় হামলার মধ্যে পড়ে মো. মমিন (৩৫) নামে আরেকজন আহত হয়েছেন। তিনি পূর্ব কান্দিভিটুয়া এলাকার বাসিন্দা। আহত তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নাটোর আধুনিক সদর হাসপাতালসংলগ্ন পূর্ব ও পশ্চিম কান্দিভিটুয়া এলাকায় মাদক কেনাবেচাসহ আধিপত্য বিস্তার নিয়ে জীবন ও আল আমিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মাদক কেনাবেচার এরিয়া ভাগাভাগি নিয়ে বাগ্বিতণ্ডা হয়।
এরই জেরে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আল আমিনকে শহরের হেমাঙ্গিনী ব্রিজের ওপর কুপিয়ে জখম করে জীবনসহ পাঁচ-সাতজন। পরে তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে জীবন ও তাঁর সহযোগীরা হাসপাতালে ঢুকে আল আমিনের সঙ্গে থাকা হাবিবকে কুপিয়ে আহত করে। এতে হাবিবের হাতের রগ কেটে যায়। এ সময় দুজনের অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম বলেন, আল আমিনের বাঁ পায়ে কোপানো হয়েছে। আর হাবিবের এক হাতের রগ কাটা গেছে। তবে মোমিনকে সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
আল আমিনের বোন ফাতেমা বলেন, যাঁরা তাঁর ভাইকে কুপিয়েছে, তাঁরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা এলাকায় মাদক বিক্রি করে। বাধা দিলে তাঁর ভাইকে কুপিয়ে জখম করা হয়।
এদিকে ঘটনার পর থেকে জীবন, জনিসহ অন্যরা পলাতক রয়েছেন। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান দাবি করেন, হামলাকারীরা আওয়ামী লীগের কেউ নন। তবে যাঁদের ওপর হামলা করা হয়েছে, তাঁরা চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সদর হাসপাতালের পেছনের বস্তি থেকে তাঁরা মাদক ব্যবসা পরিচালনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলার ঘটনা ঘটেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। তবে অভ্যন্তরীণ কোন্দলের নেপথ্যে মাদক নাকি এলাকার আধিপত্য, তা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

নাটোরে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের কুপিয়ে জখম করা হয়। মাদক কেনাবেচার এরিয়া ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকার দুজন হলেন শহরের পশ্চিম কান্দিভিটুয়া এলাকার মো. আল আমিন (২৪) ও মো. হাবিব (২০)। এ সময় হামলার মধ্যে পড়ে মো. মমিন (৩৫) নামে আরেকজন আহত হয়েছেন। তিনি পূর্ব কান্দিভিটুয়া এলাকার বাসিন্দা। আহত তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নাটোর আধুনিক সদর হাসপাতালসংলগ্ন পূর্ব ও পশ্চিম কান্দিভিটুয়া এলাকায় মাদক কেনাবেচাসহ আধিপত্য বিস্তার নিয়ে জীবন ও আল আমিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মাদক কেনাবেচার এরিয়া ভাগাভাগি নিয়ে বাগ্বিতণ্ডা হয়।
এরই জেরে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আল আমিনকে শহরের হেমাঙ্গিনী ব্রিজের ওপর কুপিয়ে জখম করে জীবনসহ পাঁচ-সাতজন। পরে তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে জীবন ও তাঁর সহযোগীরা হাসপাতালে ঢুকে আল আমিনের সঙ্গে থাকা হাবিবকে কুপিয়ে আহত করে। এতে হাবিবের হাতের রগ কেটে যায়। এ সময় দুজনের অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম বলেন, আল আমিনের বাঁ পায়ে কোপানো হয়েছে। আর হাবিবের এক হাতের রগ কাটা গেছে। তবে মোমিনকে সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
আল আমিনের বোন ফাতেমা বলেন, যাঁরা তাঁর ভাইকে কুপিয়েছে, তাঁরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা এলাকায় মাদক বিক্রি করে। বাধা দিলে তাঁর ভাইকে কুপিয়ে জখম করা হয়।
এদিকে ঘটনার পর থেকে জীবন, জনিসহ অন্যরা পলাতক রয়েছেন। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান দাবি করেন, হামলাকারীরা আওয়ামী লীগের কেউ নন। তবে যাঁদের ওপর হামলা করা হয়েছে, তাঁরা চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সদর হাসপাতালের পেছনের বস্তি থেকে তাঁরা মাদক ব্যবসা পরিচালনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলার ঘটনা ঘটেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। তবে অভ্যন্তরীণ কোন্দলের নেপথ্যে মাদক নাকি এলাকার আধিপত্য, তা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৫ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে