নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচনে সেনা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তবে পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীতে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নির্বাচন কমিশন।
ইসি রাশেদা সুলতানা বলেন, বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আসতে হবে। নির্বাচনের একটা মার্জিনাল টাইম আছে। সেই মার্জিনের ভেতরে আসতে হবে। তাহলে আইন-কানুনের মধ্যে থেকেই নির্বাচনের শিডিউল পুনর্বিবেচনা করা হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, তবে কে নির্বাচনে এল আর কে এল না এটি কমিশন ভাবছে না। এটি যার যার দলের সিদ্ধান্ত। তবে ভোটারদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীদের নিয়েও বসা হবে। কারণ ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব তাঁদেরই, এটি কমিশনের কাজ নয়।
রাশেদা সুলতানা বলেন, ‘ভোটাররা যাতে বিনা বাধায় ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন, সে বিষয়ে সব রকমের ব্যবস্থা নেবে কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে কমিশন। আমরা মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সেই নির্দেশনাই দিয়েছি। কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা কোনো নাগরিক নাশকতার অপচেষ্টা করলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এই নির্বাচন কমিশনার বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচিত বর্তমান এমপিরা স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। দলের প্রতীক নিয়ে নির্বাচিত এমপি যাঁরা এবার দলীয় মনোনয়ন পাননি, তাঁরা স্বতন্ত্র হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। তা না হলে মনোনয়ন বৈধ হবে না। এটাই নিয়ম।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, যুগে যুগে বিদেশি পর্যবেক্ষকেরা এসেছেন। এবারও নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা থাকবেন। সাংবাদিকরাও থাকবেন। এতে স্বচ্ছতা আরও বাড়বে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

নির্বাচনে সেনা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তবে পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীতে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নির্বাচন কমিশন।
ইসি রাশেদা সুলতানা বলেন, বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আসতে হবে। নির্বাচনের একটা মার্জিনাল টাইম আছে। সেই মার্জিনের ভেতরে আসতে হবে। তাহলে আইন-কানুনের মধ্যে থেকেই নির্বাচনের শিডিউল পুনর্বিবেচনা করা হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, তবে কে নির্বাচনে এল আর কে এল না এটি কমিশন ভাবছে না। এটি যার যার দলের সিদ্ধান্ত। তবে ভোটারদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীদের নিয়েও বসা হবে। কারণ ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব তাঁদেরই, এটি কমিশনের কাজ নয়।
রাশেদা সুলতানা বলেন, ‘ভোটাররা যাতে বিনা বাধায় ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন, সে বিষয়ে সব রকমের ব্যবস্থা নেবে কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে কমিশন। আমরা মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সেই নির্দেশনাই দিয়েছি। কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা কোনো নাগরিক নাশকতার অপচেষ্টা করলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এই নির্বাচন কমিশনার বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচিত বর্তমান এমপিরা স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। দলের প্রতীক নিয়ে নির্বাচিত এমপি যাঁরা এবার দলীয় মনোনয়ন পাননি, তাঁরা স্বতন্ত্র হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। তা না হলে মনোনয়ন বৈধ হবে না। এটাই নিয়ম।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, যুগে যুগে বিদেশি পর্যবেক্ষকেরা এসেছেন। এবারও নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা থাকবেন। সাংবাদিকরাও থাকবেন। এতে স্বচ্ছতা আরও বাড়বে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে