নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দুই দিন ধরে রাজশাহীতে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে জবুথবু হয়ে পড়েছে পদ্মাপারের মানুষের জনজীবন। আগামীকাল শুক্রবার একই আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বুধবার জেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলো মাঝারি শৈত্যপ্রবাহ। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। এ অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।
এদিকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল ভোরে রাজশাহীতে তেমন কুয়াশা ছিল না। তবে, আজ ঘনকুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। সকাল ১০টার পর জেলায় সূর্যের দেখা মেলে। তবে ঠান্ডা বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে।
রাজশাহী আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রাজশাহীতে কয়েক দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ চলছিল। দুই দিনে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। আজ তাপমাত্রা রেকর্ড করা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

দুই দিন ধরে রাজশাহীতে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে জবুথবু হয়ে পড়েছে পদ্মাপারের মানুষের জনজীবন। আগামীকাল শুক্রবার একই আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বুধবার জেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলো মাঝারি শৈত্যপ্রবাহ। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। এ অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।
এদিকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল ভোরে রাজশাহীতে তেমন কুয়াশা ছিল না। তবে, আজ ঘনকুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। সকাল ১০টার পর জেলায় সূর্যের দেখা মেলে। তবে ঠান্ডা বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে।
রাজশাহী আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রাজশাহীতে কয়েক দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ চলছিল। দুই দিনে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। আজ তাপমাত্রা রেকর্ড করা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে