নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমরা মানুষের ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই মানুষকে সংঘবদ্ধ করে রাজপথে নেমেছি। রাজপথের ফয়সালা আইনে এ সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরব। তার আগে নয়।’
আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। বিএনপির রাজশাহী বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টুকু।
বিএনপির এই নেতা বলেন, ‘যারা আওয়ামী লীগের দল করে, তাদের প্রত্যেকটা লোক সুযোগ-সুবিধা পেয়েছে। আর দেশের মানুষ দু-বেলা দু-মুঠো ভাত খেতে পারে না, বাজার করতে পারে না, বাজার গিয়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। বাংলাদেশের মানুষকে হাহাকারের মধ্যে পড়তে হয়েছে।’
টুকু বলেন, আওয়ামী লীগ সরকার কিছুদিন আগে বলেছিল বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের মজুদ অনেক আছে, খাদ্যের সিকিউরিটি আছে। এখন আবার বলছে আগামী মাস থেকে বা দুই মাস পর থেকে খাদ্যের ঘাটতি দেখা দিবে। দুর্ভিক্ষ থাকবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি। তাহলে কী আমি এখন ধরে নিবো লীগ আর দুর্ভিক্ষ একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত? আমরা কিছু বললে বলে পাকিস্তানের দালাল।’
বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমরা মানুষের ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই মানুষকে সংঘবদ্ধ করে রাজপথে নেমেছি। রাজপথের ফয়সালা আইনে এ সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরব। তার আগে নয়।’
আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। বিএনপির রাজশাহী বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টুকু।
বিএনপির এই নেতা বলেন, ‘যারা আওয়ামী লীগের দল করে, তাদের প্রত্যেকটা লোক সুযোগ-সুবিধা পেয়েছে। আর দেশের মানুষ দু-বেলা দু-মুঠো ভাত খেতে পারে না, বাজার করতে পারে না, বাজার গিয়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। বাংলাদেশের মানুষকে হাহাকারের মধ্যে পড়তে হয়েছে।’
টুকু বলেন, আওয়ামী লীগ সরকার কিছুদিন আগে বলেছিল বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের মজুদ অনেক আছে, খাদ্যের সিকিউরিটি আছে। এখন আবার বলছে আগামী মাস থেকে বা দুই মাস পর থেকে খাদ্যের ঘাটতি দেখা দিবে। দুর্ভিক্ষ থাকবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি। তাহলে কী আমি এখন ধরে নিবো লীগ আর দুর্ভিক্ষ একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত? আমরা কিছু বললে বলে পাকিস্তানের দালাল।’
বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে