পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম আরমান হোসেন (২৭), তিনি উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আরমান হোসেন বিভিন্ন সময় ওই ভুক্তভোগীকে সম্পর্ক করার প্রস্তাব দিত। সে তার প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি-ধমকি দেয় আরমান। নিরাপত্তাজনিত সমস্যায় একপর্যায়ে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রাম প্রধানদের আশ্বাসে সে আবার স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
২০২২ সালের ১৯ জুন সকাল ওই ভুক্তভোগী বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছিল। এমন সময় আগ থেকে ওত পেতে থাকা আরমান তাকে মাইক্রোবাসে করে অপহরণ ও পরে ধর্ষণ করে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়াতে পরিবার পুলিশের শরণাপন্ন হন। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।
এ ঘটনার চার দিন পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের শেষের দিকে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আজ (বৃহস্পতিবার) এ রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী নুরুজ্জামান নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় যাবজ্জীবন সাজা দেওয়াতে আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। উচ্চ আদালতে আপিল করা হবে। আপিলে ন্যায়বিচার পাব।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবনা জজকোর্টের বিশেষ পিপি খন্দকার আব্দুর রকিব আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার দুই বছরের মাথায় রায় ঘোষণা হওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করছি। যাবজ্জীবন সাজা হওয়াতে বাদী ন্যায়বিচার পেয়েছে। তবে এখানে সাজা কমে যাওয়ার সুযোগ নেই।’

পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম আরমান হোসেন (২৭), তিনি উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আরমান হোসেন বিভিন্ন সময় ওই ভুক্তভোগীকে সম্পর্ক করার প্রস্তাব দিত। সে তার প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি-ধমকি দেয় আরমান। নিরাপত্তাজনিত সমস্যায় একপর্যায়ে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রাম প্রধানদের আশ্বাসে সে আবার স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
২০২২ সালের ১৯ জুন সকাল ওই ভুক্তভোগী বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছিল। এমন সময় আগ থেকে ওত পেতে থাকা আরমান তাকে মাইক্রোবাসে করে অপহরণ ও পরে ধর্ষণ করে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়াতে পরিবার পুলিশের শরণাপন্ন হন। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।
এ ঘটনার চার দিন পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের শেষের দিকে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আজ (বৃহস্পতিবার) এ রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী নুরুজ্জামান নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় যাবজ্জীবন সাজা দেওয়াতে আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। উচ্চ আদালতে আপিল করা হবে। আপিলে ন্যায়বিচার পাব।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবনা জজকোর্টের বিশেষ পিপি খন্দকার আব্দুর রকিব আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার দুই বছরের মাথায় রায় ঘোষণা হওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করছি। যাবজ্জীবন সাজা হওয়াতে বাদী ন্যায়বিচার পেয়েছে। তবে এখানে সাজা কমে যাওয়ার সুযোগ নেই।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৬ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে