মোবাইলে প্রেম করে বিয়ে। অতঃপর স্ত্রীকে ভাড়া বাসায় রেখে উধাও স্বামী। এমন ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে চড়পাড়া গ্রামে।
অভিযুক্ত স্বামীর নাম জাকারিয়া (২৭)। তিনি গুরুদাসপুর উপজেলার নাজির পুর ইউনিয়নের মো. ছলেমানের ছেলে।
ভুক্তভোগী নারী জানান, মোবাইলফোনে সম্পর্ক হওয়ার পর তারা দুজন বিয়ে করেন। সিরাজগঞ্জ সদরে কাজি অফিসে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর তাঁকে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে চড়পাড়া গ্রামে একটি বাসায় রেখে চলে যান জাকারিয়া।
ভুক্তভোগী নারী বলেন, আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। তিনি আমাকে এখান থেকে নিয়ে যাক।
এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
বাড়ির মালিক শাহ আলম বলেন, আমার বাড়িতে বাসা ভাড়ায় ওঠেন জাকারিয়া। দুই দিনে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর তিনি আমার কাছ থেকে ২০ হাজার টাকা নেন। আমার একটা ব্যাটারিচালিত অটোভ্যান, তাঁর স্ত্রীর কাছে থাকা ১৬ হাজার নগদ টাকা, একটা স্মার্টফোন ও কানের দুল নিয়ে চলে গেছে। এখনো ফিরে আসে নাই। তবে থানায় কোনো অভিযোগ দিইনি। পুলিশ এসেছিল তবে এখনো কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, আমি বিষয়টি শুনেছি। থানায় কোনো অভিযোগ দেয়নি। আমার থানার ফোর্স পাঠিয়ে ছিলাম। এখনো সমাধান করা সম্ভব হয়নি। আশা করি সমাধান হয়ে যাবে।

বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
১৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে