চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল গোপনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন কৃষক দল নেতা সেলিম রেজা। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। তবে বাঁচাতে পারেননি নিজের দলীয় পদ। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত সেলিম রেজা উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন শাখা কৃষক দলের আহ্বায়ক।
জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল সোমবার (২১ এপ্রিল) অটোভ্যানে করে চাটমোহরে বিক্রি করতে নিয়ে আসেন সেলিম রেজা। বিষয়টি জানতে পেরে পৌর সদরের জার্দিস মোড়ে চালসহ তাঁকে আটক করে স্থানীয় লোকজন।
চালগুলো কোথাকার এবং কোথায় যাবে—স্থানীয় বাসিন্দাদের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই কৃষক দল নেতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে রওনা হলে সটকে পড়েন কৃষক দল নেতা সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ চালের দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়কের পদ থেকে সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চাল-সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের অন্য কেউ জড়িত কি না, তা জানার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল গোপনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন কৃষক দল নেতা সেলিম রেজা। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। তবে বাঁচাতে পারেননি নিজের দলীয় পদ। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত সেলিম রেজা উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন শাখা কৃষক দলের আহ্বায়ক।
জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল সোমবার (২১ এপ্রিল) অটোভ্যানে করে চাটমোহরে বিক্রি করতে নিয়ে আসেন সেলিম রেজা। বিষয়টি জানতে পেরে পৌর সদরের জার্দিস মোড়ে চালসহ তাঁকে আটক করে স্থানীয় লোকজন।
চালগুলো কোথাকার এবং কোথায় যাবে—স্থানীয় বাসিন্দাদের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই কৃষক দল নেতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে রওনা হলে সটকে পড়েন কৃষক দল নেতা সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ চালের দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়কের পদ থেকে সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চাল-সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের অন্য কেউ জড়িত কি না, তা জানার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে