ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতর থেকে আবারও চুরির ঘটনা ঘটেছে। তবে ভেতর থেকে চোর পালাতে পারেনি। রূপপুর প্রকল্পে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা চুরি করা ১০ দশমিক ৬ মিটার তামার তারসহ একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ঈশ্বরদী থানা-পুলিশ আজ রোববার আটক ওই ব্যক্তিকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ মুকুল মণ্ডল (৪৫)। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের আব্দুল গণির ছেলে।
মামলার এজাহার সূত্র ধরে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৪ নম্বর গেট দিয়ে চুরির মালামাল পাচারের সময় সেনাবাহিনী সদস্যদের হাতে ধরা পড়ে মুকুল। এ সময় তাঁর কাছ থেকে ১০ দশমিক ৬ মিটার তামার উদ্ধার করা হয়। উদ্ধারের পর আজ রোববার সেনাসদস্যরা চোরাই তারসহ তাঁকে ঈশ্বরদী থানায় সোপর্দ করে।
পরে পুলিশ আটক ওই ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে। মামলায় মুকুল মণ্ডলকে প্রধান আসামি করা হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, আটক ব্যক্তিকে চুরির নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা আদালত পাঠানো হয়। পরে জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, রূপপুর প্রকল্পের ভেতরে জাহাজের মালামাল ওঠানামার নির্ধারিত স্থানে থাকা দুটি ট্রেন থেকে সম্প্রতি ২৯৫ মিটার তার চুরি হয়। যার মূল্য ৬৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, গত ৩০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে রূপপুর প্রকল্পের ভেতরে রাখা ক্রেন দুটি থেকে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ কুষ্টিয়া জেলা থেকে ওই মামলায় দু'জনকে গ্রেপ্তার করলেও তাঁদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতর থেকে আবারও চুরির ঘটনা ঘটেছে। তবে ভেতর থেকে চোর পালাতে পারেনি। রূপপুর প্রকল্পে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা চুরি করা ১০ দশমিক ৬ মিটার তামার তারসহ একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ঈশ্বরদী থানা-পুলিশ আজ রোববার আটক ওই ব্যক্তিকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ মুকুল মণ্ডল (৪৫)। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের আব্দুল গণির ছেলে।
মামলার এজাহার সূত্র ধরে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৪ নম্বর গেট দিয়ে চুরির মালামাল পাচারের সময় সেনাবাহিনী সদস্যদের হাতে ধরা পড়ে মুকুল। এ সময় তাঁর কাছ থেকে ১০ দশমিক ৬ মিটার তামার উদ্ধার করা হয়। উদ্ধারের পর আজ রোববার সেনাসদস্যরা চোরাই তারসহ তাঁকে ঈশ্বরদী থানায় সোপর্দ করে।
পরে পুলিশ আটক ওই ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে। মামলায় মুকুল মণ্ডলকে প্রধান আসামি করা হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, আটক ব্যক্তিকে চুরির নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা আদালত পাঠানো হয়। পরে জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, রূপপুর প্রকল্পের ভেতরে জাহাজের মালামাল ওঠানামার নির্ধারিত স্থানে থাকা দুটি ট্রেন থেকে সম্প্রতি ২৯৫ মিটার তার চুরি হয়। যার মূল্য ৬৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, গত ৩০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে রূপপুর প্রকল্পের ভেতরে রাখা ক্রেন দুটি থেকে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ কুষ্টিয়া জেলা থেকে ওই মামলায় দু'জনকে গ্রেপ্তার করলেও তাঁদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৩ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে