নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। বিশ্বের ১৭৩টি দেশে থাকা ১ কোটি ২০ লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
আজ বুধবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান বক্তারা। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সেমিনারের আয়োজন করে।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) যোবায়ের হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, আলোচক ছিলেন টিটিসি রাজশাহীর অধ্যক্ষ নাজমুল হক।
মূল প্রবন্ধে বলা হয়, সাধারণভাবে গার্মেন্টসকে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু গার্মেন্টস খাতের কাঁচামাল আমদানির খরচ রয়েছে। এ কারণে রেমিট্যান্স থেকে নিট বৈদেশিক মুদ্রা অর্জন গার্মেন্টসের চেয়ে তিন গুণ বেশি।
প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, প্রবাসে যে কর্মী পাঠানো হয়, তার ৪৭ শতাংশ অদক্ষ। এর মধ্যে আধা দক্ষ ১৬ শতাংশ এবং দক্ষ মাত্র ৩৫ শতাংশ। আমাদের অধিকাংশ কর্মী শুধু শরীর নিয়ে বিদেশে কাজ করতে যান। এ কারণে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণের জন্য সারা দেশে ১১০টি টিটিসি রয়েছে। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের মানুষ দক্ষতা অর্জনে প্রশিক্ষণ গ্রহণে উৎসাহী হন না।
এতে আরও বলা হয়, অনেকে মা ও স্ত্রীর গয়না, বাড়ি, জমিসহ মূল্যবান সম্পদ বিক্রি করে বিদেশে কাজের সন্ধানে যান। এর মধ্যে অনেকে প্রতারিত হন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভিসার পাশাপাশি রিক্রুট এজেন্সির কাছে অ্যাগ্রিমেন্ট পেপার চাইতে হবে। এ পেপার পেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই। এজেন্সির কাছ থেকে ক্লিয়ারেন্স কার্ডও নিতে হবে।
ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বিদেশে গিয়ে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে দেশে ফিরলে সরকারের কাছ থেকে ক্ষতিগ্রস্ত প্রবাসী দেড় লাখ টাকা পাবেন। মৃত্যু হলে প্রবাসীর পরিবার পাবে ৩ লাখ টাকা।
তাই প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই বিদেশে কাজের জন্য যেতে হবে। তাহলে কোনো দিক থেকেই ক্ষতির শঙ্কা থাকবে না। এ ছাড়া হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে যথাযথ ব্যাকিং চ্যানেলে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর জন্যও সেমিনারে পরামর্শ দেওয়া হয়।
সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, মোটর শ্রমিক ইউনিয়ন ও যুবসমাজের সদস্য, ইজিবাইক প্রতিনিধিসহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। বিশ্বের ১৭৩টি দেশে থাকা ১ কোটি ২০ লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
আজ বুধবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান বক্তারা। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সেমিনারের আয়োজন করে।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) যোবায়ের হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, আলোচক ছিলেন টিটিসি রাজশাহীর অধ্যক্ষ নাজমুল হক।
মূল প্রবন্ধে বলা হয়, সাধারণভাবে গার্মেন্টসকে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু গার্মেন্টস খাতের কাঁচামাল আমদানির খরচ রয়েছে। এ কারণে রেমিট্যান্স থেকে নিট বৈদেশিক মুদ্রা অর্জন গার্মেন্টসের চেয়ে তিন গুণ বেশি।
প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, প্রবাসে যে কর্মী পাঠানো হয়, তার ৪৭ শতাংশ অদক্ষ। এর মধ্যে আধা দক্ষ ১৬ শতাংশ এবং দক্ষ মাত্র ৩৫ শতাংশ। আমাদের অধিকাংশ কর্মী শুধু শরীর নিয়ে বিদেশে কাজ করতে যান। এ কারণে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণের জন্য সারা দেশে ১১০টি টিটিসি রয়েছে। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের মানুষ দক্ষতা অর্জনে প্রশিক্ষণ গ্রহণে উৎসাহী হন না।
এতে আরও বলা হয়, অনেকে মা ও স্ত্রীর গয়না, বাড়ি, জমিসহ মূল্যবান সম্পদ বিক্রি করে বিদেশে কাজের সন্ধানে যান। এর মধ্যে অনেকে প্রতারিত হন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভিসার পাশাপাশি রিক্রুট এজেন্সির কাছে অ্যাগ্রিমেন্ট পেপার চাইতে হবে। এ পেপার পেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই। এজেন্সির কাছ থেকে ক্লিয়ারেন্স কার্ডও নিতে হবে।
ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বিদেশে গিয়ে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে দেশে ফিরলে সরকারের কাছ থেকে ক্ষতিগ্রস্ত প্রবাসী দেড় লাখ টাকা পাবেন। মৃত্যু হলে প্রবাসীর পরিবার পাবে ৩ লাখ টাকা।
তাই প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই বিদেশে কাজের জন্য যেতে হবে। তাহলে কোনো দিক থেকেই ক্ষতির শঙ্কা থাকবে না। এ ছাড়া হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে যথাযথ ব্যাকিং চ্যানেলে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর জন্যও সেমিনারে পরামর্শ দেওয়া হয়।
সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, মোটর শ্রমিক ইউনিয়ন ও যুবসমাজের সদস্য, ইজিবাইক প্রতিনিধিসহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
২১ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
৩২ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩৯ মিনিট আগে