নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এবার হঠাৎ ‘আত্মগোপনে’ থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহীতে ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা গেছে। আজ বুধবার নগরীর তেরোখাদিয়া এলাকায় আবরোধের সমর্থনে করা মিছিলে অংশ নেন তিনি। পরে রিজভী কোথায় গিয়েছেন তা জানেন না স্থানীয় নেতারা। এমনকি রাজশাহীতে তাঁর আসা ও মিছিলে অংশ নেওয়ার বিষয়টি নিজেদের অজানা বলে দাবি করেন তাঁরা।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ভন্ডুলের পর থেকে আত্মগোপনে যান দলের এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সময়-সময় তিনি লাইভে এসে দলের মুখপাত্র হিসেবে কর্মসূচির ঘোষণা দেন। সবশেষ দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন। এর আগে গত সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ ভোর সাড়ে ৬টায় রাজশাহীতে মিছিলে অংশ নেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি সিটি হাট রোডের ডাবতলা মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন রিজভী।
সমাবেশে রিজভী বলেন, ‘জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও একটি পাতানো নির্বাচনের পথ ধরে এগোচ্ছে। তারা ভেবেছে, ২০১৪ ও ২০১৮ সালের মতো সাজানো নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু জনগণ এবার একতরফা নির্বাচন হতে দেবে না। সরকারের নীলনকশার এই নির্বাচন জনগণ যেকোনো মূল্যে রুখে দেবে।’
তিনি বলেন, ‘নব্বইয়ের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেনি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই গণ-অভ্যুত্থানেই তাদের পতন ঘটবে।’
রিজভী আরও বলেন, ‘জনগণ আজ জেগে উঠেছে। রাজপথে তীব্র আন্দোলন শুরু হয়েছে। দেশের মানুষ, ছাত্র-জনতা বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, বাড়ি ফিরে যাবে না।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী যুবদলের সদস্যসচিব রেজাউল করীম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনাজ খুরশীদ রিজভী, রনি প্রামাণিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার হঠাৎ ‘আত্মগোপনে’ থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহীতে ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা গেছে। আজ বুধবার নগরীর তেরোখাদিয়া এলাকায় আবরোধের সমর্থনে করা মিছিলে অংশ নেন তিনি। পরে রিজভী কোথায় গিয়েছেন তা জানেন না স্থানীয় নেতারা। এমনকি রাজশাহীতে তাঁর আসা ও মিছিলে অংশ নেওয়ার বিষয়টি নিজেদের অজানা বলে দাবি করেন তাঁরা।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ভন্ডুলের পর থেকে আত্মগোপনে যান দলের এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সময়-সময় তিনি লাইভে এসে দলের মুখপাত্র হিসেবে কর্মসূচির ঘোষণা দেন। সবশেষ দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন। এর আগে গত সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ ভোর সাড়ে ৬টায় রাজশাহীতে মিছিলে অংশ নেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি সিটি হাট রোডের ডাবতলা মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন রিজভী।
সমাবেশে রিজভী বলেন, ‘জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও একটি পাতানো নির্বাচনের পথ ধরে এগোচ্ছে। তারা ভেবেছে, ২০১৪ ও ২০১৮ সালের মতো সাজানো নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু জনগণ এবার একতরফা নির্বাচন হতে দেবে না। সরকারের নীলনকশার এই নির্বাচন জনগণ যেকোনো মূল্যে রুখে দেবে।’
তিনি বলেন, ‘নব্বইয়ের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেনি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই গণ-অভ্যুত্থানেই তাদের পতন ঘটবে।’
রিজভী আরও বলেন, ‘জনগণ আজ জেগে উঠেছে। রাজপথে তীব্র আন্দোলন শুরু হয়েছে। দেশের মানুষ, ছাত্র-জনতা বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, বাড়ি ফিরে যাবে না।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী যুবদলের সদস্যসচিব রেজাউল করীম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনাজ খুরশীদ রিজভী, রনি প্রামাণিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১ ঘণ্টা আগে