নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এবার হঠাৎ ‘আত্মগোপনে’ থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহীতে ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা গেছে। আজ বুধবার নগরীর তেরোখাদিয়া এলাকায় আবরোধের সমর্থনে করা মিছিলে অংশ নেন তিনি। পরে রিজভী কোথায় গিয়েছেন তা জানেন না স্থানীয় নেতারা। এমনকি রাজশাহীতে তাঁর আসা ও মিছিলে অংশ নেওয়ার বিষয়টি নিজেদের অজানা বলে দাবি করেন তাঁরা।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ভন্ডুলের পর থেকে আত্মগোপনে যান দলের এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সময়-সময় তিনি লাইভে এসে দলের মুখপাত্র হিসেবে কর্মসূচির ঘোষণা দেন। সবশেষ দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন। এর আগে গত সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ ভোর সাড়ে ৬টায় রাজশাহীতে মিছিলে অংশ নেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি সিটি হাট রোডের ডাবতলা মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন রিজভী।
সমাবেশে রিজভী বলেন, ‘জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও একটি পাতানো নির্বাচনের পথ ধরে এগোচ্ছে। তারা ভেবেছে, ২০১৪ ও ২০১৮ সালের মতো সাজানো নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু জনগণ এবার একতরফা নির্বাচন হতে দেবে না। সরকারের নীলনকশার এই নির্বাচন জনগণ যেকোনো মূল্যে রুখে দেবে।’
তিনি বলেন, ‘নব্বইয়ের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেনি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই গণ-অভ্যুত্থানেই তাদের পতন ঘটবে।’
রিজভী আরও বলেন, ‘জনগণ আজ জেগে উঠেছে। রাজপথে তীব্র আন্দোলন শুরু হয়েছে। দেশের মানুষ, ছাত্র-জনতা বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, বাড়ি ফিরে যাবে না।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী যুবদলের সদস্যসচিব রেজাউল করীম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনাজ খুরশীদ রিজভী, রনি প্রামাণিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার হঠাৎ ‘আত্মগোপনে’ থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহীতে ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা গেছে। আজ বুধবার নগরীর তেরোখাদিয়া এলাকায় আবরোধের সমর্থনে করা মিছিলে অংশ নেন তিনি। পরে রিজভী কোথায় গিয়েছেন তা জানেন না স্থানীয় নেতারা। এমনকি রাজশাহীতে তাঁর আসা ও মিছিলে অংশ নেওয়ার বিষয়টি নিজেদের অজানা বলে দাবি করেন তাঁরা।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ভন্ডুলের পর থেকে আত্মগোপনে যান দলের এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সময়-সময় তিনি লাইভে এসে দলের মুখপাত্র হিসেবে কর্মসূচির ঘোষণা দেন। সবশেষ দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন। এর আগে গত সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ ভোর সাড়ে ৬টায় রাজশাহীতে মিছিলে অংশ নেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি সিটি হাট রোডের ডাবতলা মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন রিজভী।
সমাবেশে রিজভী বলেন, ‘জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও একটি পাতানো নির্বাচনের পথ ধরে এগোচ্ছে। তারা ভেবেছে, ২০১৪ ও ২০১৮ সালের মতো সাজানো নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু জনগণ এবার একতরফা নির্বাচন হতে দেবে না। সরকারের নীলনকশার এই নির্বাচন জনগণ যেকোনো মূল্যে রুখে দেবে।’
তিনি বলেন, ‘নব্বইয়ের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেনি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই গণ-অভ্যুত্থানেই তাদের পতন ঘটবে।’
রিজভী আরও বলেন, ‘জনগণ আজ জেগে উঠেছে। রাজপথে তীব্র আন্দোলন শুরু হয়েছে। দেশের মানুষ, ছাত্র-জনতা বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, বাড়ি ফিরে যাবে না।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী যুবদলের সদস্যসচিব রেজাউল করীম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনাজ খুরশীদ রিজভী, রনি প্রামাণিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৪ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে