নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভাগের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
দাবিগুলো হলো—ফোকলোর বিভাগের নামের যৌক্তিক সংস্কার ও পরিবর্ধন করতে হবে, পিএসসির যে সাবজেক্ট কোড, তা অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সুপারিশ করতে হবে, বিভাগের ক্লাস-পরীক্ষার রুটিন যথাসময়ে দিতে হবে এবং এক মাসের ভেতর পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, ‘আমাদের বিভাগের সাবেক ভাইয়েরা চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যার ফলে অনেক আগে থেকেই এ দাবি জানিয়ে আসছি।
আমরা স্মারকলিপি দিলে শুধু আশ্বস্তই করা হয়েছে। তাদের মাঝে আমাদের দাবি মানার কোনো সদিচ্ছা দেখি না। শুধু বিভিন্ন ছলচাতুরী করতে থাকে। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’
আরেক শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘ফোকলোর সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যতম একটা বিভাগ হলেও চাকরির বাজারে তেমন সুযোগ-সুবিধা পাচ্ছি না। বিভিন্ন বিষয়ে গবেষণা ও রিসার্চ করা হলেও শুধু বিভাগের নামের কারণে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি বিভাগের যে অভ্যন্তরীণ বিষয়, তা দ্রুত সংস্কার করতে হবে। সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা একটা স্মারকলিপি দিয়েছে। যেখানে বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে। তারা চায় ফোকলোর নামের সঙ্গে অন্য কিছু যুক্ত করতে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নাম সংযোজন ও বিয়োজনের বিষয়ে আমরা একটা একাডেমিক সভাও করি। এ নিয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে, কিন্তু গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই, তারা আজ আন্দোলনের ডাক দিয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভাগের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
দাবিগুলো হলো—ফোকলোর বিভাগের নামের যৌক্তিক সংস্কার ও পরিবর্ধন করতে হবে, পিএসসির যে সাবজেক্ট কোড, তা অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সুপারিশ করতে হবে, বিভাগের ক্লাস-পরীক্ষার রুটিন যথাসময়ে দিতে হবে এবং এক মাসের ভেতর পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, ‘আমাদের বিভাগের সাবেক ভাইয়েরা চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যার ফলে অনেক আগে থেকেই এ দাবি জানিয়ে আসছি।
আমরা স্মারকলিপি দিলে শুধু আশ্বস্তই করা হয়েছে। তাদের মাঝে আমাদের দাবি মানার কোনো সদিচ্ছা দেখি না। শুধু বিভিন্ন ছলচাতুরী করতে থাকে। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’
আরেক শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘ফোকলোর সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যতম একটা বিভাগ হলেও চাকরির বাজারে তেমন সুযোগ-সুবিধা পাচ্ছি না। বিভিন্ন বিষয়ে গবেষণা ও রিসার্চ করা হলেও শুধু বিভাগের নামের কারণে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি বিভাগের যে অভ্যন্তরীণ বিষয়, তা দ্রুত সংস্কার করতে হবে। সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা একটা স্মারকলিপি দিয়েছে। যেখানে বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে। তারা চায় ফোকলোর নামের সঙ্গে অন্য কিছু যুক্ত করতে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নাম সংযোজন ও বিয়োজনের বিষয়ে আমরা একটা একাডেমিক সভাও করি। এ নিয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে, কিন্তু গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই, তারা আজ আন্দোলনের ডাক দিয়েছে।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে