নওগাঁ প্রতিনিধি

সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ৩৩ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার দুপুর তিনটার দিকে বাস চলাচল শুরু হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রাখে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক গ্রুপ।
আজ বুধবার দুপুরে সমস্যা নিরসনে শহরের বালুডাঙা বাস টার্মিনালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে জেলা বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পরিবহন নেতাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন।
বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে পরিবহন নেতারা সাধারণ শ্রমিকদের বাস চালানোর আহ্বান জানালে শ্রমিকেরা তাতে সম্মত হন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ৩টা থেকে সব রুটে বাস চলাচল শুরু করে। তবে অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের ঘটনাটি নিয়ে দুর্গাপূজা শেষ হলে আবারও নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান মতি।
পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাসড়কে অটোরিকশা চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ এই দ্বন্দ্বের সূত্রপাত। ওই ঘটনার পর সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশার নিবন্ধন প্রদান, সড়কে চলাচলে বাধা দেওয়াসহ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও মালিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার ভোর থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। সেই সঙ্গে অটোরিকশার মালিকেরাও তাঁদের অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। তবে আজ বুধবার সকাল থেকে সড়কে অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম মতিউজ্জামান মতি আজকের পত্রিকাকে বলেন, আগের নিয়মেই সড়কে অটোরিকশা চলবে। তবে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যের ওপর হামলার ঘটনায় দুর্গাপূজার পর আবারও বৈঠক হবে। আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে।
জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের আহ্বানে দুপুরে শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে আমাদের পক্ষ থেকে সাধারণ শ্রমিকদের কাছে আহ্বান ছিল দুর্গোৎসবের কথা চিন্তা করে যাতে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন। আমাদের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকেরা বাস চালাতে রাজি হয়। তবে শ্রমিকদের শর্তে দুর্গাপূজা শেষ হলে আবারও নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন বলেন, ‘গত সোমবারের ঘটনাটি ওই রাতেই সমাধান হয়েছিল। এরপর বাস চলাচলের কথা থাকলেও তাঁরা (বাসমালিক) বন্ধ রাখে। পরে জানতে পারলাম অন্য কোনো ঘটনায় তাঁরা বাস বন্ধ রেখেছে। কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি তাঁরা সামনে নিয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি যেন না হয় এ জন্য সকাল থেকেই সিএনজি চলাচল স্বাভাবিক রেখেছি।’
এদিকে বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। আজ সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা বিভিন্ন রুটের যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সাধারণ যাত্রীরা জানায়, প্রায় দুই দিন ধরে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন হাজারো মানুষ। বাস না পেয়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে বেশি টাকা ভাড়া দিয়ে জেলার বিভিন্ন গন্তব্যে যেতে হয় যাত্রীদের। কিছুদিন পরপর বাস বন্ধ থাকে, কিন্তু ভোগান্তি হয় জনগণের। সমস্যাগুলো দীর্ঘস্থায়ী সমাধানের দাবিও জানান তাঁরা।

সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ৩৩ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার দুপুর তিনটার দিকে বাস চলাচল শুরু হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রাখে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক গ্রুপ।
আজ বুধবার দুপুরে সমস্যা নিরসনে শহরের বালুডাঙা বাস টার্মিনালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে জেলা বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পরিবহন নেতাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন।
বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে পরিবহন নেতারা সাধারণ শ্রমিকদের বাস চালানোর আহ্বান জানালে শ্রমিকেরা তাতে সম্মত হন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ৩টা থেকে সব রুটে বাস চলাচল শুরু করে। তবে অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের ঘটনাটি নিয়ে দুর্গাপূজা শেষ হলে আবারও নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান মতি।
পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাসড়কে অটোরিকশা চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ এই দ্বন্দ্বের সূত্রপাত। ওই ঘটনার পর সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশার নিবন্ধন প্রদান, সড়কে চলাচলে বাধা দেওয়াসহ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও মালিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার ভোর থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। সেই সঙ্গে অটোরিকশার মালিকেরাও তাঁদের অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। তবে আজ বুধবার সকাল থেকে সড়কে অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম মতিউজ্জামান মতি আজকের পত্রিকাকে বলেন, আগের নিয়মেই সড়কে অটোরিকশা চলবে। তবে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যের ওপর হামলার ঘটনায় দুর্গাপূজার পর আবারও বৈঠক হবে। আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে।
জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের আহ্বানে দুপুরে শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে আমাদের পক্ষ থেকে সাধারণ শ্রমিকদের কাছে আহ্বান ছিল দুর্গোৎসবের কথা চিন্তা করে যাতে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন। আমাদের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকেরা বাস চালাতে রাজি হয়। তবে শ্রমিকদের শর্তে দুর্গাপূজা শেষ হলে আবারও নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন বলেন, ‘গত সোমবারের ঘটনাটি ওই রাতেই সমাধান হয়েছিল। এরপর বাস চলাচলের কথা থাকলেও তাঁরা (বাসমালিক) বন্ধ রাখে। পরে জানতে পারলাম অন্য কোনো ঘটনায় তাঁরা বাস বন্ধ রেখেছে। কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি তাঁরা সামনে নিয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি যেন না হয় এ জন্য সকাল থেকেই সিএনজি চলাচল স্বাভাবিক রেখেছি।’
এদিকে বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। আজ সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা বিভিন্ন রুটের যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সাধারণ যাত্রীরা জানায়, প্রায় দুই দিন ধরে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন হাজারো মানুষ। বাস না পেয়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে বেশি টাকা ভাড়া দিয়ে জেলার বিভিন্ন গন্তব্যে যেতে হয় যাত্রীদের। কিছুদিন পরপর বাস বন্ধ থাকে, কিন্তু ভোগান্তি হয় জনগণের। সমস্যাগুলো দীর্ঘস্থায়ী সমাধানের দাবিও জানান তাঁরা।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে