রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত আম্পায়ারকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখান তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী।
আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ সোমবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগের মধ্যে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় গণিত বিভাগ। এরপর গণিত বিভাগের ব্যাটার আতিককে রান আউটের আবেদন করা হলে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। এতে আপত্তি জানায় গণিত বিভাগের খেলোয়াড়েরা। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত গণিত বিভাগ ম্যাচটি ৬ রানে হেরে যায়। ম্যাচ জয়ে আনন্দ উল্লাস শুরু করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের খেলোয়াড়েরা।
এ সময় গণিত বিভাগের শিক্ষার্থী আরিফের নেতৃত্বে ১০-১৫ জন শিক্ষার্থী গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে স্ট্যাম্প দিয়ে আম্পায়ার সুইটকে মারতে শুরু করেন। আর কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
আন্তবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ‘উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত আম্পায়ারকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখান তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী।
আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ সোমবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগের মধ্যে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় গণিত বিভাগ। এরপর গণিত বিভাগের ব্যাটার আতিককে রান আউটের আবেদন করা হলে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। এতে আপত্তি জানায় গণিত বিভাগের খেলোয়াড়েরা। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত গণিত বিভাগ ম্যাচটি ৬ রানে হেরে যায়। ম্যাচ জয়ে আনন্দ উল্লাস শুরু করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের খেলোয়াড়েরা।
এ সময় গণিত বিভাগের শিক্ষার্থী আরিফের নেতৃত্বে ১০-১৫ জন শিক্ষার্থী গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে স্ট্যাম্প দিয়ে আম্পায়ার সুইটকে মারতে শুরু করেন। আর কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
আন্তবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ‘উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
৫ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
৪৩ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে