লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে ৩ জন ছাত্র আহত হয়েছে। আরও কয়েকজন ছাত্রী আতঙ্কিত হয়েছে অসুস্থ হয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এই সংঘর্ষ হয়। আহতরা হচ্ছে লালপুর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের আসলামের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র সোহান (১৩) ও ঝিনাইদহের হামদহ গ্রামের সামিরুল ইসলাম (৬২)। পুলিশ বলছে, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বসে সমাধান করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে গ্রীণভ্যালী পার্কগামী পিকনিকের বাস থামিয়ে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা খালি গায়ে নাচানাচি করছিল। এ সময় ছাত্রীদের উত্ত্যক্ত করায় গৌরিপুর কলেজের ছাত্ররা তাদের নিষেধ করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর যাত্রীসহ পিকনিকের বাসটি গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা আটকে রাখে। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতায় সমস্যার সমাধান হয়।
গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। উভয় পক্ষ বসে তা সমাধান করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বসে বিষয়টি সমাধান করা হয়।’

নাটোরের লালপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে ৩ জন ছাত্র আহত হয়েছে। আরও কয়েকজন ছাত্রী আতঙ্কিত হয়েছে অসুস্থ হয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এই সংঘর্ষ হয়। আহতরা হচ্ছে লালপুর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের আসলামের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র সোহান (১৩) ও ঝিনাইদহের হামদহ গ্রামের সামিরুল ইসলাম (৬২)। পুলিশ বলছে, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বসে সমাধান করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে গ্রীণভ্যালী পার্কগামী পিকনিকের বাস থামিয়ে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা খালি গায়ে নাচানাচি করছিল। এ সময় ছাত্রীদের উত্ত্যক্ত করায় গৌরিপুর কলেজের ছাত্ররা তাদের নিষেধ করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর যাত্রীসহ পিকনিকের বাসটি গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা আটকে রাখে। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতায় সমস্যার সমাধান হয়।
গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। উভয় পক্ষ বসে তা সমাধান করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বসে বিষয়টি সমাধান করা হয়।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে