শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আদালতের রায়ে ৫৩ বছর পর নিজের জমি ফিরে পেলেন শিবপ্রসাদ সরকার ও তাঁর পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্লটে ৫৪ বিঘা জমি পরিমাপ করে তাঁদের দখল বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় বগুড়া জজ আদালতের পক্ষ থেকে সার্ভে কমিশনার মো. আব্দুল লতিফ, গণমাধ্যমকর্মী, শিবপ্রসাদ সরকার ও তাঁর পরিবারের সদস্যরা এবং শেরপুর থানা–পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনা সূত্রে জানা যায়, শিব প্রসাদের বাবা ভক্তি প্রসাদ। বগুড়ার শেরপুর উপজেলার ভীজানি গ্রামে ছিল তাঁর বাস। ১৯৪৭ সালে ভারত–পাকিস্তান ভাগের সময় ভক্তি প্রসাদ ভারতে চলে যান। কিন্তু এক বছর পরেই তিনি ফিরে আসেন। এরপর ১৯৬৫ সালে ভারত–পাকিস্তান যুদ্ধ শুরু হলে নিরাপত্তাহীনতার কারণে আবার ভারতে গিয়ে ১৯৬৮ সালে ফিরে আসেন। এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে স্বাধীনতা–বিরোধীরা তাঁদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। সবকিছু পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ ভয়ে আবার ভারতে পালিয়ে যান তাঁরা। দেশ স্বাধীন হওয়ার ৫ বছর পর দেশে ফিরে আসেন।
ভক্তি প্রসাদ পরিবার ফিরে এসে আর কিছুই পাননি। তাঁদের সব সম্পত্তি তত দিনে দখল হয়ে গেছে। সেগুলোকে অর্পিত সম্পত্তি ঘোষণা করেছে সরকার। নিরুপায় হয়ে বগুড়া শহরের কলোনি এলাকায় বসবাস শুরু করেন তাঁরা। পরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পাস হলে তাঁরা আদালতে মামলা করেন।
অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে জমি ফিরে পেল ভক্তি প্রসাদের পরিবার। গত ২০ জুন বগুড়া জজ আদালতের সিনিয়র সহকারী জজ সঞ্চিতা বিশ্বাস এ রায় দেন।
শিব প্রসাদ সরকার বলেন, ‘আমরা দীর্ঘ আইনি লড়াই করেছি। অবশেষে সত্যের জয় হয়েছে। আমরা পৈতৃক সম্পত্তি ফেরত পেয়েছি। তবে ভূমিদস্যুরা আবার যাতে আমাদের সম্পত্তি দখল করতে না পারে এ জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
জমি বুঝিয়ে দেওয়ার সময় বগুড়া জজ আদালতের অ্যাডভোকেট ও সার্ভে কমিশনার মো. আব্দুল লতিফ বলেন, ‘আমরা আদালতের রায় অনুযায়ী প্রকৃত মালিককে সম্পত্তির দখল বুঝিয়ে দিতে এসেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

বগুড়ার শেরপুরে আদালতের রায়ে ৫৩ বছর পর নিজের জমি ফিরে পেলেন শিবপ্রসাদ সরকার ও তাঁর পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্লটে ৫৪ বিঘা জমি পরিমাপ করে তাঁদের দখল বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় বগুড়া জজ আদালতের পক্ষ থেকে সার্ভে কমিশনার মো. আব্দুল লতিফ, গণমাধ্যমকর্মী, শিবপ্রসাদ সরকার ও তাঁর পরিবারের সদস্যরা এবং শেরপুর থানা–পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনা সূত্রে জানা যায়, শিব প্রসাদের বাবা ভক্তি প্রসাদ। বগুড়ার শেরপুর উপজেলার ভীজানি গ্রামে ছিল তাঁর বাস। ১৯৪৭ সালে ভারত–পাকিস্তান ভাগের সময় ভক্তি প্রসাদ ভারতে চলে যান। কিন্তু এক বছর পরেই তিনি ফিরে আসেন। এরপর ১৯৬৫ সালে ভারত–পাকিস্তান যুদ্ধ শুরু হলে নিরাপত্তাহীনতার কারণে আবার ভারতে গিয়ে ১৯৬৮ সালে ফিরে আসেন। এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে স্বাধীনতা–বিরোধীরা তাঁদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। সবকিছু পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ ভয়ে আবার ভারতে পালিয়ে যান তাঁরা। দেশ স্বাধীন হওয়ার ৫ বছর পর দেশে ফিরে আসেন।
ভক্তি প্রসাদ পরিবার ফিরে এসে আর কিছুই পাননি। তাঁদের সব সম্পত্তি তত দিনে দখল হয়ে গেছে। সেগুলোকে অর্পিত সম্পত্তি ঘোষণা করেছে সরকার। নিরুপায় হয়ে বগুড়া শহরের কলোনি এলাকায় বসবাস শুরু করেন তাঁরা। পরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পাস হলে তাঁরা আদালতে মামলা করেন।
অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে জমি ফিরে পেল ভক্তি প্রসাদের পরিবার। গত ২০ জুন বগুড়া জজ আদালতের সিনিয়র সহকারী জজ সঞ্চিতা বিশ্বাস এ রায় দেন।
শিব প্রসাদ সরকার বলেন, ‘আমরা দীর্ঘ আইনি লড়াই করেছি। অবশেষে সত্যের জয় হয়েছে। আমরা পৈতৃক সম্পত্তি ফেরত পেয়েছি। তবে ভূমিদস্যুরা আবার যাতে আমাদের সম্পত্তি দখল করতে না পারে এ জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
জমি বুঝিয়ে দেওয়ার সময় বগুড়া জজ আদালতের অ্যাডভোকেট ও সার্ভে কমিশনার মো. আব্দুল লতিফ বলেন, ‘আমরা আদালতের রায় অনুযায়ী প্রকৃত মালিককে সম্পত্তির দখল বুঝিয়ে দিতে এসেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে