নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অস্ত্রোপচারের সময় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসককে নিতে হবে। আজ সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘একটা অপারেশন করতে যা যা দরকার, সেটা ছাড়া কোনো দিনই কোনো বেসরকারি হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়-দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে।’
হাসপাতালে পরিদর্শন কার্যক্রম চলবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল আরও বলেন, ‘অভিযান কথাটা একটু অন্য রকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে, জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে। কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগল। অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য না, এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে। সুতরাং, ডিস্ট্রিক্ট হসপিটাল বা অন্য যেগুলো আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হসপিটাল (সদর হাসপাতাল) আছে, অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করব সেটিকে সচল করার। সেটি সচল করে এখানকার রোগীর চাপ কমানোর চেষ্টা করব। কিছু জনবলের ঘাটতি আছে, এগুলোর সমাধান করতে পারব।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধাদানের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ রকম যদি কারও কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে বলবেন সেটা আমরা দেখব।’ সম্প্রতি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কাছে রোগীর স্বজনের নির্যাতনের প্রসঙ্গ তুললে মন্ত্রী বলেন, ‘ওটার ব্যাপারে আমি জানি না। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দেখবে।’
স্বাস্থ্যমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজশাহী ও নওগাঁ আসেন। প্রথম দিন নওগাঁ এবং দ্বিতীয় দিন রাজশাহীতে সরকারি সফর শেষে দুপুরে ঢাকার উদ্দেশে রওনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অস্ত্রোপচারের সময় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসককে নিতে হবে। আজ সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘একটা অপারেশন করতে যা যা দরকার, সেটা ছাড়া কোনো দিনই কোনো বেসরকারি হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়-দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে।’
হাসপাতালে পরিদর্শন কার্যক্রম চলবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল আরও বলেন, ‘অভিযান কথাটা একটু অন্য রকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে, জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে। কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগল। অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য না, এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে। সুতরাং, ডিস্ট্রিক্ট হসপিটাল বা অন্য যেগুলো আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হসপিটাল (সদর হাসপাতাল) আছে, অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করব সেটিকে সচল করার। সেটি সচল করে এখানকার রোগীর চাপ কমানোর চেষ্টা করব। কিছু জনবলের ঘাটতি আছে, এগুলোর সমাধান করতে পারব।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধাদানের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ রকম যদি কারও কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে বলবেন সেটা আমরা দেখব।’ সম্প্রতি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কাছে রোগীর স্বজনের নির্যাতনের প্রসঙ্গ তুললে মন্ত্রী বলেন, ‘ওটার ব্যাপারে আমি জানি না। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দেখবে।’
স্বাস্থ্যমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজশাহী ও নওগাঁ আসেন। প্রথম দিন নওগাঁ এবং দ্বিতীয় দিন রাজশাহীতে সরকারি সফর শেষে দুপুরে ঢাকার উদ্দেশে রওনা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে