নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনে গড়ে তোলা হয়েছে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই ইনস্টিটিউট পরিদর্শনে এলে ল্যাবের জন্য উন্নতমানের ৬০টি কম্পিউটার চেয়েছিলেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মাত্র চার দিনের মধ্যে লিটনের সে চাওয়া পূরণ করলেন পলক।
তথ্য ও প্রযুক্তি বিভাগ থেকে এই ল্যাবে এসেছে ৬০টি উন্নতমানের কম্পিউটার। এগুলোর প্রতিটির দাম প্রায় লাখ টাকা। কম্পিউটারগুলো দিয়ে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ‘জয় সেট সেন্টার; জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ খোলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের ১০তলায় এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘২১ জানুয়ারি এখানে এসে নগর ভবনে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দেখে খুবই অভিভূত হয়েছি। মেয়র লিটন ভাই নগর ভবনের ১০তলায় ২৪০ জন ছেলেমেয়েকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এই উদ্যোগের পাশে থাকতে পেরে আমরা অনেক আনন্দিত। আমরা সিটি করপোরেশনকে ৬০টি কম্পিউটার সেট প্রদানের মাধ্যমে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটকে সমৃদ্ধ করেছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহীন আকতার রেণী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোস্তফা কামাল, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) তানজিনা ইসলাম, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ আব্দুল মমিন, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, রাসিক এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, কবি আরিফুল হক কুমার প্রমুখ।

প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনে গড়ে তোলা হয়েছে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই ইনস্টিটিউট পরিদর্শনে এলে ল্যাবের জন্য উন্নতমানের ৬০টি কম্পিউটার চেয়েছিলেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মাত্র চার দিনের মধ্যে লিটনের সে চাওয়া পূরণ করলেন পলক।
তথ্য ও প্রযুক্তি বিভাগ থেকে এই ল্যাবে এসেছে ৬০টি উন্নতমানের কম্পিউটার। এগুলোর প্রতিটির দাম প্রায় লাখ টাকা। কম্পিউটারগুলো দিয়ে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ‘জয় সেট সেন্টার; জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ খোলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের ১০তলায় এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘২১ জানুয়ারি এখানে এসে নগর ভবনে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দেখে খুবই অভিভূত হয়েছি। মেয়র লিটন ভাই নগর ভবনের ১০তলায় ২৪০ জন ছেলেমেয়েকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এই উদ্যোগের পাশে থাকতে পেরে আমরা অনেক আনন্দিত। আমরা সিটি করপোরেশনকে ৬০টি কম্পিউটার সেট প্রদানের মাধ্যমে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটকে সমৃদ্ধ করেছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহীন আকতার রেণী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোস্তফা কামাল, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) তানজিনা ইসলাম, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ আব্দুল মমিন, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, রাসিক এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, কবি আরিফুল হক কুমার প্রমুখ।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩৮ মিনিট আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
১ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
১ ঘণ্টা আগে