প্রতিনিধি, তানোর (রাজশাহী)

নিবন্ধনের পর করোনাভাইরাসের টিকার কোনো ডোজ না নিয়েই টিকা গ্রহণের সনদ মিলেছে। কেবল নিবন্ধন করায় অনলাইনে চলে এসেছে এই সনদ। এই ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী মোন্তাজ আলী (৫৩) ও তাঁর সহধর্মীনি পারভীন বেগমের (৪৩) সঙ্গে।
তাঁরা করোনাভাইরাসের টিকা নিতে গত ২৩ ফেব্রুয়ারি অনলাইনে নিবন্ধন করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫ ফেব্রুয়ারি টিকা গ্রহণের জন্য মেসেজ পান। তবে সেদিন তানোরের বাইরে অবস্থান করায় টিকা নিতে পারেননি মোন্তাজ-পারভীন দম্পত্তি।
এর আট সপ্তাহ পর তাঁদের কাছে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের নির্দেশনা আসে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড১৯ ভ্যাক্স’ এর পক্ষ থেকে। তবে প্রথম ডোজ গ্রহণ না করায় এবং হাসপাতালে টিকা স্বল্পতার খবরে ওই তারিখেও তাঁরা টিকা নিতে পারেননি।
এর কিছুদিন পরে দুজনের কাছে কোভিড১৯ ভ্যাক্সের আরেকটি করে মেসেজ আসে। সেখানে উল্লেখ ছিল, ‘আপনার দ্বিতীয় ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে। অথবা অ্যাপ থেকে ভ্যাকসিন সনদ গ্রহণ করুন।’ এই মেসেজ পেয়ে অনলাইনের লিঙ্কে প্রবেশ করে নিজেদের নামে টিকা গ্রহণের সনদ পান মোন্তাজ ও পারভীন দম্পত্তি।
মোন্তাজ আলী বলেন, নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার পরই কেবল ভ্যাকসিন গ্রহণের সনদ দেওয়া হয়ে থাকে। তবে তাঁদের ক্ষেত্রে উল্টো হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের জানানোর পর তাঁরা কারিগরি জটিলতার কারণে এ রকম হয়েছে বলে জানান। সেই সঙ্গে আগের টিকা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসলে বিশেষ পন্থায় টিকা দেওয়া হবে বলেও জানান তাঁরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক বলেন, সুরক্ষা অ্যাপে কারিগরি জটিলতার কারণে এ রকম হতে পারে। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকার নিবন্ধন করে টিকা গ্রহণ না করায় তাদের এখন সিনোফার্মের টিকা দেওয়া হবে।

নিবন্ধনের পর করোনাভাইরাসের টিকার কোনো ডোজ না নিয়েই টিকা গ্রহণের সনদ মিলেছে। কেবল নিবন্ধন করায় অনলাইনে চলে এসেছে এই সনদ। এই ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী মোন্তাজ আলী (৫৩) ও তাঁর সহধর্মীনি পারভীন বেগমের (৪৩) সঙ্গে।
তাঁরা করোনাভাইরাসের টিকা নিতে গত ২৩ ফেব্রুয়ারি অনলাইনে নিবন্ধন করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫ ফেব্রুয়ারি টিকা গ্রহণের জন্য মেসেজ পান। তবে সেদিন তানোরের বাইরে অবস্থান করায় টিকা নিতে পারেননি মোন্তাজ-পারভীন দম্পত্তি।
এর আট সপ্তাহ পর তাঁদের কাছে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের নির্দেশনা আসে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড১৯ ভ্যাক্স’ এর পক্ষ থেকে। তবে প্রথম ডোজ গ্রহণ না করায় এবং হাসপাতালে টিকা স্বল্পতার খবরে ওই তারিখেও তাঁরা টিকা নিতে পারেননি।
এর কিছুদিন পরে দুজনের কাছে কোভিড১৯ ভ্যাক্সের আরেকটি করে মেসেজ আসে। সেখানে উল্লেখ ছিল, ‘আপনার দ্বিতীয় ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে। অথবা অ্যাপ থেকে ভ্যাকসিন সনদ গ্রহণ করুন।’ এই মেসেজ পেয়ে অনলাইনের লিঙ্কে প্রবেশ করে নিজেদের নামে টিকা গ্রহণের সনদ পান মোন্তাজ ও পারভীন দম্পত্তি।
মোন্তাজ আলী বলেন, নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার পরই কেবল ভ্যাকসিন গ্রহণের সনদ দেওয়া হয়ে থাকে। তবে তাঁদের ক্ষেত্রে উল্টো হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের জানানোর পর তাঁরা কারিগরি জটিলতার কারণে এ রকম হয়েছে বলে জানান। সেই সঙ্গে আগের টিকা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসলে বিশেষ পন্থায় টিকা দেওয়া হবে বলেও জানান তাঁরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক বলেন, সুরক্ষা অ্যাপে কারিগরি জটিলতার কারণে এ রকম হতে পারে। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকার নিবন্ধন করে টিকা গ্রহণ না করায় তাদের এখন সিনোফার্মের টিকা দেওয়া হবে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৪৩ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে