পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষক ও আওয়াম লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খন্দকার ইব্রাহিম হোসেন হেলাল (৫৫) নামের ওই ব্যক্তি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, চলতি বছরে পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
ইব্রাহিম হোসেন হেলাল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন।
দাশুড়িয়া ইউপি সদস্য মো. সানাউল্লাহ আজকের পত্রিকাকে জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে ইব্রাহিম হোসেন হেলাল কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। তিন-চার দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য ঈশ্বরদীর বাড়িতে আসেন। পুনরায় আজ শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তাঁর।
ইউপি সদস্য আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ জ্বরের কারণে তাঁর শরীর বেশি খারাপ হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করার পর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি জানতে পারেন। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সন্ধ্যা ৬টার দিকে মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার অনেক পরে খুব খারাপ অবস্থা নিয়ে আমাদের এখানে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
এখনকার জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষক ও আওয়াম লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খন্দকার ইব্রাহিম হোসেন হেলাল (৫৫) নামের ওই ব্যক্তি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, চলতি বছরে পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
ইব্রাহিম হোসেন হেলাল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন।
দাশুড়িয়া ইউপি সদস্য মো. সানাউল্লাহ আজকের পত্রিকাকে জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে ইব্রাহিম হোসেন হেলাল কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। তিন-চার দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য ঈশ্বরদীর বাড়িতে আসেন। পুনরায় আজ শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তাঁর।
ইউপি সদস্য আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ জ্বরের কারণে তাঁর শরীর বেশি খারাপ হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করার পর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি জানতে পারেন। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সন্ধ্যা ৬টার দিকে মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার অনেক পরে খুব খারাপ অবস্থা নিয়ে আমাদের এখানে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
এখনকার জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে হত্যাকাণ্ডের আরেকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যাতে গুলি করা ব্যক্তিদের চেহারা তুলনামূলকভাবে অনেক...
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
১ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে