Ajker Patrika

রাবি ছাত্রলীগের ২ নেতাকে সেমিস্টার ফাইনাল দিতে দিল না প্রশাসন, পুলিশে সোপর্দ

রাবি প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ২২: ০৫
রাবি ছাত্রলীগের ২ নেতাকে সেমিস্টার ফাইনাল দিতে দিল না প্রশাসন, পুলিশে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজ বিভাগের পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা পরীক্ষা দিতে এলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে পরীক্ষায় বসবেন না বলে দাবি জানান। পরে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের নগরের মতিহার থানা-পুলিশের কাছে সোপর্দ করে। 

গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আইবিএ অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রায়হান। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলছিল। এ সময় ওই দুই শিক্ষার্থী পরীক্ষা দিতে এলে অন্য শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে পরীক্ষায় বসবেন না বলে জানান। 

শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতা সৈকত রায়হান শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছেন। আরেক ছাত্রলীগ নেত্রী আলফি শারিন আরিয়ানা আন্দোলনরত ছাত্রীদের তালিকা তৈরি করে শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছে পাঠিয়ে নানাভাবে হুমকি দিয়েছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘গতকাল ছাত্রলীগের ওই দুজন পরীক্ষা দিতে আসলে বিভাগের শিক্ষার্থীরা তাদের সঙ্গে পরীক্ষায় বসবে না বলে জানায়। বিষয়টি নিয়ে মব জাস্টিস যেন না হয়, সে জন্য তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা আছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের এক নেতা ও নেত্রীকে আটক করা হয়েছে। তাঁদের নামে ছাত্র–জনতার আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে। ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ১০০ জনের নাম আছে। তাঁদের মধ্যে ওই দুজন নামীয় আসামি। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত