প্রতিনিধি, রাজশাহী

চলমান কঠোর লকডাউনের মধ্যে রাজশাহী শহরে মানুষের চলাচল আগের চেয়ে বেড়েছে। ঈদের পর থেকে শুরু হওয়া লকডাউনের চতুর্থ দিন সোমবার শহর ঘুরে এমন চিত্রই দেখা গেছে। শহরের রাস্তায় এদিন রিকশা-অটোরিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেশি দেখা গেছে।
এদিকে শহরের বাইরেও মানুষের চলাচল বেড়েছে আগের তুলনায় বেশি। পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় যান পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। এ সময় তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব ও তৎপরতার সাথে কাজ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
পাশাপাশি করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকা এবং সরকার নির্দেশিত বিধিনিষেধগুলো যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান এসপি এবিএম মাসুদ হোসেন।
রাজশাহী শহরের লকডাউন পরিস্থিতি নিয়ে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, আগের চেয়ে মানুষের চলাচল একটু বেড়েছে বলে আমরাও দেখছি। মানুষকে ঘরে ফিরিয়ে লকডাউন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরাও কাজ করছেন। অহেতুক ঘুরে বেড়ালে শাস্তি দেওয়ার জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রস্তুত রয়েছে।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, রোববার রাজশাহী জেলায় ভ্রাম্যমাণ আদালতে ৬২টি মামলা হয়েছে। ৬২ মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৫১ হাজার ১৫০ টাকা। বিতরণ করা হয়েছে হাজারেরও বেশি পিস মাস্ক। সোমবারও মাস্ক বিতরণের পাশাপাশি অহেতুক ঘরের বাইরে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে।

চলমান কঠোর লকডাউনের মধ্যে রাজশাহী শহরে মানুষের চলাচল আগের চেয়ে বেড়েছে। ঈদের পর থেকে শুরু হওয়া লকডাউনের চতুর্থ দিন সোমবার শহর ঘুরে এমন চিত্রই দেখা গেছে। শহরের রাস্তায় এদিন রিকশা-অটোরিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেশি দেখা গেছে।
এদিকে শহরের বাইরেও মানুষের চলাচল বেড়েছে আগের তুলনায় বেশি। পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় যান পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। এ সময় তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব ও তৎপরতার সাথে কাজ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
পাশাপাশি করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকা এবং সরকার নির্দেশিত বিধিনিষেধগুলো যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান এসপি এবিএম মাসুদ হোসেন।
রাজশাহী শহরের লকডাউন পরিস্থিতি নিয়ে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, আগের চেয়ে মানুষের চলাচল একটু বেড়েছে বলে আমরাও দেখছি। মানুষকে ঘরে ফিরিয়ে লকডাউন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরাও কাজ করছেন। অহেতুক ঘুরে বেড়ালে শাস্তি দেওয়ার জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রস্তুত রয়েছে।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, রোববার রাজশাহী জেলায় ভ্রাম্যমাণ আদালতে ৬২টি মামলা হয়েছে। ৬২ মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৫১ হাজার ১৫০ টাকা। বিতরণ করা হয়েছে হাজারেরও বেশি পিস মাস্ক। সোমবারও মাস্ক বিতরণের পাশাপাশি অহেতুক ঘরের বাইরে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৪৩ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে