বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আদালতে যাওয়ার পথে শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী ওরফে চাঁন মিয়াকে (৪০) কুড়াল দিয়ে কুপিয়েছেন দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বগুড়া শহরের চক ফরিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁন মিয়া চক ফরিদ এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়েছেন দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, চাঁন মিয়া মামলার ফাইল নিয়ে বাসা থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলেন। চক ফরিদ মাটির মসজিদ এলাকায় পেছন থেকে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কুড়াল দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চাঁন মিয়ার বড় ভাই গোলাপ হোসেন বলেন, ‘জমি নিয়ে এলাকার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমির মামলা আমার ছোট ভাই পরিচালনা করত। এ কারণে ভাইকে কুপিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।’
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন চাঁন মিয়া। দলে কোনো পদ না থাকলেও রাজনীতিতে ছিলেন সক্রিয়। দলের যেকোনো কর্মসূচিতে তিনি অংশ নিতেন। চাঁন মিয়া বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ছাত্রদলের নেতা ছিলেন। জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সস্পাদকও ছিলেন তিনি।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, চাঁন মিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ার গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইহান ওলি উল্লাহ বলেন, জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

বগুড়ায় আদালতে যাওয়ার পথে শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী ওরফে চাঁন মিয়াকে (৪০) কুড়াল দিয়ে কুপিয়েছেন দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বগুড়া শহরের চক ফরিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁন মিয়া চক ফরিদ এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়েছেন দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, চাঁন মিয়া মামলার ফাইল নিয়ে বাসা থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলেন। চক ফরিদ মাটির মসজিদ এলাকায় পেছন থেকে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কুড়াল দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চাঁন মিয়ার বড় ভাই গোলাপ হোসেন বলেন, ‘জমি নিয়ে এলাকার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমির মামলা আমার ছোট ভাই পরিচালনা করত। এ কারণে ভাইকে কুপিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।’
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন চাঁন মিয়া। দলে কোনো পদ না থাকলেও রাজনীতিতে ছিলেন সক্রিয়। দলের যেকোনো কর্মসূচিতে তিনি অংশ নিতেন। চাঁন মিয়া বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ছাত্রদলের নেতা ছিলেন। জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সস্পাদকও ছিলেন তিনি।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, চাঁন মিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ার গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইহান ওলি উল্লাহ বলেন, জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৩০ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৩২ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে