Ajker Patrika

আদালতে যাওয়ার পথে আইনজীবীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৬: ১৫
আদালতে যাওয়ার পথে আইনজীবীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ায় আদালতে যাওয়ার পথে শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী ওরফে চাঁন মিয়াকে  (৪০) কুড়াল দিয়ে কুপিয়েছেন দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বগুড়া শহরের চক ফরিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।  

চাঁন মিয়া চক ফরিদ এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়েছেন দুর্বৃত্তরা। 

স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, চাঁন মিয়া মামলার ফাইল নিয়ে বাসা থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলেন। চক ফরিদ মাটির মসজিদ এলাকায় পেছন থেকে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কুড়াল দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

চাঁন মিয়ার বড় ভাই গোলাপ হোসেন বলেন, ‘জমি নিয়ে এলাকার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমির মামলা আমার ছোট ভাই পরিচালনা করত। এ কারণে ভাইকে কুপিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।’  

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন চাঁন মিয়া। দলে কোনো পদ না থাকলেও রাজনীতিতে ছিলেন সক্রিয়। দলের যেকোনো কর্মসূচিতে তিনি অংশ নিতেন। চাঁন মিয়া বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ছাত্রদলের নেতা ছিলেন। জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সস্পাদকও ছিলেন তিনি। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, চাঁন মিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।  

বগুড়ার গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইহান ওলি উল্লাহ বলেন, জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত