ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

আজ সোমবার পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বিরাজমান তাপমাত্রা আরও প্রকটভাবে অনুভূত হচ্ছে বাতাসে আর্দ্রতা কম থাকায়।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত না হওয়ায় এপ্রিল মাসের শুরু থেকে তাপমাত্রা হালকা, মাঝারি ও তীব্র থেকে তীব্রতার হচ্ছে। প্রতিদিনই ঈশ্বরদীর তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে এপ্রিলের ৭ তারিখ থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। ৭ এপ্রিল ঈশ্বরদী উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৮ এপ্রিল ৩৭.৬ ডিগ্রি, ৯ এপ্রিল ৩৮ ডিগ্রি, ১০ এপ্রিল ৩৮.৩ ডিগ্রি, ১১ এপ্রিল ৩৮.৬ ডিগ্রি, ১২ এপ্রিল ৩৯.৩ ডিগ্রি, ১৩ এপ্রিল ৩৫.৫ ডিগ্রি, ১৪ এপ্রিল ৪০.৮ ডিগ্রি, ১৫ এপ্রিল ৪১.২ ডিগ্রি এবং ১৬ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে ২ ডিগ্রি বেড়ে আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারে কর্মরত আবহাওয়া সহকারী হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, বর্তমানে ঈশ্বরদীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। তীব্র তাপের কারণে সূর্যের আলো তির্যকভাবে শরীরে অনুভূত হচ্ছে।
হেলাল উদ্দিন আরও জানান, ৪৩ ডিগ্রি তাপমাত্রা ঈশ্বরদীর স্মরণকালের উল্লেখযোগ্য তাপমাত্রা, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে। গত বছর ২৫ এপ্রিল ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বৃষ্টি না হওয়া পর্যন্ত আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

আজ সোমবার পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বিরাজমান তাপমাত্রা আরও প্রকটভাবে অনুভূত হচ্ছে বাতাসে আর্দ্রতা কম থাকায়।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত না হওয়ায় এপ্রিল মাসের শুরু থেকে তাপমাত্রা হালকা, মাঝারি ও তীব্র থেকে তীব্রতার হচ্ছে। প্রতিদিনই ঈশ্বরদীর তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে এপ্রিলের ৭ তারিখ থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। ৭ এপ্রিল ঈশ্বরদী উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৮ এপ্রিল ৩৭.৬ ডিগ্রি, ৯ এপ্রিল ৩৮ ডিগ্রি, ১০ এপ্রিল ৩৮.৩ ডিগ্রি, ১১ এপ্রিল ৩৮.৬ ডিগ্রি, ১২ এপ্রিল ৩৯.৩ ডিগ্রি, ১৩ এপ্রিল ৩৫.৫ ডিগ্রি, ১৪ এপ্রিল ৪০.৮ ডিগ্রি, ১৫ এপ্রিল ৪১.২ ডিগ্রি এবং ১৬ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে ২ ডিগ্রি বেড়ে আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারে কর্মরত আবহাওয়া সহকারী হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, বর্তমানে ঈশ্বরদীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। তীব্র তাপের কারণে সূর্যের আলো তির্যকভাবে শরীরে অনুভূত হচ্ছে।
হেলাল উদ্দিন আরও জানান, ৪৩ ডিগ্রি তাপমাত্রা ঈশ্বরদীর স্মরণকালের উল্লেখযোগ্য তাপমাত্রা, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে। গত বছর ২৫ এপ্রিল ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বৃষ্টি না হওয়া পর্যন্ত আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৫ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৪ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪১ মিনিট আগে