বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় পদ্মার চরে মাঝে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১২টায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকদের দায়ী করে এই বিক্ষোভ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্রের অর্ধ-বার্ষিকী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে স্কুলশিক্ষকদের দায়ী করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসকারী শিক্ষকদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে। বিক্ষোভটি স্কুল ক্যাম্পাসসহ চকরাজাপুর বাজার প্রদক্ষিণ করে। এই স্কুলে নবম শ্রেণির সাধারণ শাখা (জেনারেল) শাখায় ৫২ জন ও ভকেশনাল শাখায় ৪৪ জনসহ মোট ৯৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এ বিষয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন, রোববার অফিসের কাজে রাজশাহী ছিলাম। পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিলেন সহকারী প্রধান শিক্ষক। সকল পরীক্ষার প্রশ্ন অফিসে ছিল। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার কক্ষে ফ্লাইং শিক্ষক হিসেবে পরিদর্শন করছিলেন সহকারী প্রধান শিক্ষক। এই ফাঁকে কোনো এক ব্যক্তি অফিসে ঢুকে বাংলা দ্বিতীয়পত্রের একটি প্রশ্ন নিয়ে যায়। এ বিষয়টি জানতে পেরে স্কুলের শিক্ষকদের দায়ী করে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
তিনি আরও জানান, বিষয়টি অবগত হওয়ার পরে সোমবার সকালে স্কুলে উপস্থিত হয়ে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা বাতিল করে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়। সকল পরীক্ষার শেষে নতুন প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের জানিয়েছেন তিনি। তারপরও প্রতিষ্ঠানের বিপক্ষের কিছু লোকজন শিক্ষার্থীদের উসকানি দিয়ে এই কাজ করে নিয়েছেন। বিষয়টি দুঃখজনক বলে জানান তিনি।
এ বিষয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘সকল শিক্ষক রোববার পরীক্ষার কক্ষে ডিউটিতে ছিলেন। আমিও কক্ষ পরিদর্শন ছিলাম। পরে অফিস কক্ষে এসে দেখি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নের প্যাকেট ছেঁড়া। পরে প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করা হলে তিনি শিক্ষকদের সমন্বয়ে কথা বলে পরীক্ষা বাতিল ঘোষণা করেন। তারপরেও শিক্ষার্থীরা শিক্ষককের কথা কর্ণপাত না করে বিক্ষোভ করে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই প্রধান শিক্ষক।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল আযম বলেন, ‘আমি ঢাকায় আছি। মোবাইল ফোনের মাধ্যমে শুনেছি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। এমন ঘটনা হয়ে থাকলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর বাঘায় পদ্মার চরে মাঝে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১২টায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকদের দায়ী করে এই বিক্ষোভ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্রের অর্ধ-বার্ষিকী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে স্কুলশিক্ষকদের দায়ী করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসকারী শিক্ষকদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে। বিক্ষোভটি স্কুল ক্যাম্পাসসহ চকরাজাপুর বাজার প্রদক্ষিণ করে। এই স্কুলে নবম শ্রেণির সাধারণ শাখা (জেনারেল) শাখায় ৫২ জন ও ভকেশনাল শাখায় ৪৪ জনসহ মোট ৯৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এ বিষয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন, রোববার অফিসের কাজে রাজশাহী ছিলাম। পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিলেন সহকারী প্রধান শিক্ষক। সকল পরীক্ষার প্রশ্ন অফিসে ছিল। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার কক্ষে ফ্লাইং শিক্ষক হিসেবে পরিদর্শন করছিলেন সহকারী প্রধান শিক্ষক। এই ফাঁকে কোনো এক ব্যক্তি অফিসে ঢুকে বাংলা দ্বিতীয়পত্রের একটি প্রশ্ন নিয়ে যায়। এ বিষয়টি জানতে পেরে স্কুলের শিক্ষকদের দায়ী করে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
তিনি আরও জানান, বিষয়টি অবগত হওয়ার পরে সোমবার সকালে স্কুলে উপস্থিত হয়ে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা বাতিল করে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়। সকল পরীক্ষার শেষে নতুন প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের জানিয়েছেন তিনি। তারপরও প্রতিষ্ঠানের বিপক্ষের কিছু লোকজন শিক্ষার্থীদের উসকানি দিয়ে এই কাজ করে নিয়েছেন। বিষয়টি দুঃখজনক বলে জানান তিনি।
এ বিষয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘সকল শিক্ষক রোববার পরীক্ষার কক্ষে ডিউটিতে ছিলেন। আমিও কক্ষ পরিদর্শন ছিলাম। পরে অফিস কক্ষে এসে দেখি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নের প্যাকেট ছেঁড়া। পরে প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করা হলে তিনি শিক্ষকদের সমন্বয়ে কথা বলে পরীক্ষা বাতিল ঘোষণা করেন। তারপরেও শিক্ষার্থীরা শিক্ষককের কথা কর্ণপাত না করে বিক্ষোভ করে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই প্রধান শিক্ষক।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল আযম বলেন, ‘আমি ঢাকায় আছি। মোবাইল ফোনের মাধ্যমে শুনেছি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। এমন ঘটনা হয়ে থাকলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে