Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনার চাটমোহরে পচা ও নিম্নমানের খেজুর বিক্রিসহ মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনী। অভিযানে পুরাতন বাজারে পচা খেজুর বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় দাস অ্যান্ড সন্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা ও মূল্য তালিকা না থাকায় দত্ত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিকে ভোক্তা অধিকারের অভিযানের খবর পেয়ে তরমুজ ব্যবসায়ীরা দাম কমিয়ে বিক্রি শুরু করেন। সকাল থেকে যেসব তরমুজ ৭০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছিল, সে সময় তা ৫০ টাকা কেজিতে বিক্রি করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনী জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত