
রাজশাহীতে চাঁদা না পেয়ে নুরুল বাসার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় অভিযুক্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চন্দ্রিমা থানার হাজরাপুকুর নতুন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নুরুল বাসারের পরিবারের সদস্যদের দাবি, সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই স্থানীয় কিছু যুবক—জয়, রবিউল, কানন, আশরাফুল ছোট সাব্বির, ঢাকাইয়া হৃদয়সহ আরও কয়েকজন একটি রাজনৈতিক দলের নেতা-কর্মী সেজে চাঁদা দাবি করছিলেন।
তারা জানান, নুরুল বাসার চাঁদা না দিলে বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে এসে হামলা চালায় কথিত নেতা-কর্মীরা। হামলাকারীরা ব্যবসায়ী নুরুল বাসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে দোকান ভাঙচুর করে। তাঁরা দোকানে থাকা প্রায় ৪০ হাজার টাকা ও কিছু মুরগি লুট করে নিয়ে যায়। আর ডিমগুলো রাস্তায় ফেলে ভেঙে দেওয়া হয়।
খবর পেয়ে নুরুল বাসারের ভাই সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেসময় তাঁদের হাসপাতালে যেতে বাধা দিয়ে আবারও মারধর করা হয়। তাদের বাড়িতেও ভাঙচুর করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত নুরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ুর রহমান বলেন, ‘ওই ব্যবসায়ী জখম হয়েছেন এমন ছবি দেখেছি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় থানায় আসতে পারেননি।’
ওসি আরও বলেন, কে বা কারা কেন এই হামলা চালিয়েছে, তা তিনি নিশ্চিত নন। তদন্তের পর এটা জানা যাবে। তিনি অভিযুক্ত কারও রাজনৈতিক পরিচয় সম্পর্কেও কিছু জানেন না।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে