বগুড়া প্রতিনিধি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যার জের ধরে প্রতিপক্ষের একজনকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম সালমান হোসেন লেদু (৪০)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সালমান হোসেন লেদু বগুড়া সদরের গোকুল মধ্যপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে পুলিশ ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির আগেই শতাধিক লোক মুমূর্ষু ওই ব্যক্তিকে মারধর শুরু করে। বিক্ষুব্ধ লোকজন এ সময় জরুরি বিভাগে ভাঙচুর করে। পরিস্থিতি শান্ত হলে জরুরি বিভাগের চিকিৎসক লেদু নামের ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
গোকুল এলাকার বাসিন্দারা জানান, মিজান তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে গোকুল বন্দরে গোডাউন এলাকায় গল্প করছিলেন। রাত সোয়া ৯টার দিকে ১০-১২টি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলযোগে মহাস্থানের দিকে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন সালমান হোসেন লেদুকে আটক করে মারপিট করে মিজানের অফিসে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মেহেরুল সুজন বলেন, ‘ওই ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার আগেই মারপিট শুরু করা হয়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে আমাকেও বেধড়ক মারপিট করা হয়।’
তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যার খবর পেয়ে তার কর্মী-সমর্থকেরা হাসপাতালে ভিড় জমান। ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পরপরই মারপিট শুরু করা হয়। হাসপাতালে উপস্থিত জেলা বিএনপির নেতাদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, পুলিশ সালমান হোসেন লেদুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। মিজান হত্যার পর থেকেই জড়িতদের গ্রেপ্তার করতে গোকুল এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে।

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যার জের ধরে প্রতিপক্ষের একজনকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম সালমান হোসেন লেদু (৪০)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সালমান হোসেন লেদু বগুড়া সদরের গোকুল মধ্যপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে পুলিশ ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির আগেই শতাধিক লোক মুমূর্ষু ওই ব্যক্তিকে মারধর শুরু করে। বিক্ষুব্ধ লোকজন এ সময় জরুরি বিভাগে ভাঙচুর করে। পরিস্থিতি শান্ত হলে জরুরি বিভাগের চিকিৎসক লেদু নামের ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
গোকুল এলাকার বাসিন্দারা জানান, মিজান তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে গোকুল বন্দরে গোডাউন এলাকায় গল্প করছিলেন। রাত সোয়া ৯টার দিকে ১০-১২টি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলযোগে মহাস্থানের দিকে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন সালমান হোসেন লেদুকে আটক করে মারপিট করে মিজানের অফিসে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মেহেরুল সুজন বলেন, ‘ওই ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার আগেই মারপিট শুরু করা হয়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে আমাকেও বেধড়ক মারপিট করা হয়।’
তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যার খবর পেয়ে তার কর্মী-সমর্থকেরা হাসপাতালে ভিড় জমান। ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পরপরই মারপিট শুরু করা হয়। হাসপাতালে উপস্থিত জেলা বিএনপির নেতাদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, পুলিশ সালমান হোসেন লেদুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। মিজান হত্যার পর থেকেই জড়িতদের গ্রেপ্তার করতে গোকুল এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে।

বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবর।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৩৪ শতাংশ। এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের ফলও প্রকাশিত হয়েছে।
৪৩ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর বাংলাদেশ অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বিজিবি জানায়।
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত হয়।
২ ঘণ্টা আগে