দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

চারটি চেক জালিয়াতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় গ্রামের রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে মাদারীপুরের শিবচর থানার পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে জেলহাজাতে পাঠিয়েছে দুর্গাপুর থানার পুলিশ। এর আগে গতকাল রোববার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তারের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী।
ওসি হাশমত আলী বলেন, রবিউল কোটিপতি হতে চেয়েছিলেন। তিনি ও তাঁর বাবা আয়েজ উদ্দিন মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। রবিউল ও তাঁর বাবা দুজনে মিলে খেটে যে আয় করতেন, সেখান থেকে সংসারে খরচ শেষে কিছু টাকা সঞ্চয় করতেন। সঞ্চয়ের সেই টাকা দিয়ে তাঁরা চার বিঘা জমি কিনে ফেলেন। এতে ভালোই চলছিল তাঁদের সংসার।
এদিকে টাকা বেড়ে যাওয়া একপর্যায়ে রবিউলের লোভ বেড়ে যায়। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাই সামান্য পুঁজি নিয়ে শুরু করেন পুকুর ব্যবসা। বড় বড় পুকুর বাকিতে লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন। ব্যাংক চেক জমা দিয়ে বাকিতে মাছের খাদ্য কিনতে থাকেন। শুধু তাই নয়, একপর্যায়ে চড়া সুদে দাদন ব্যবসায়ীদের কাছে ব্যাংক চেক জমা দিয়ে টাকা ধার নিয়ে পুকুর লিজের টাকা শোধ করেন। তবে এই বিপুল ঋণের টাকা মাছ বিক্রি করে শোধ করবেন বলে পরিকল্পনা ছিল তাঁর। রবিউলের ঋণ করা বিপুল পরিমাণ টাকা ব্যয়ে চাষ করা মাছ বেশি দামে বিক্রির আশায় নিয়ে যান ঢাকার এক আড়তে। আড়তদার বেশি দামে তাঁর কাছে থেকে বাকিতে মাছ কিনে নেন। এভাবে এক সপ্তাহে ঢাকার ওই আড়তে ৭০ লাখ টাকার মাছ সরবরাহ করেন রবিউল। এরপর আড়তদার পালিয়ে যান। রবিউল পড়েন মহাবিপদে ৷ টাকা উদ্ধার করতে না পেরে পূর্বে কেনা চার বিঘা জমি বিক্রি করে ফেলেন তিনি। শোধ করেন ঋণের আংশিক টাকা। এরপর বউ-বাচ্চা নিয়ে ঋণের দায়ে পালিয়ে যান।পাওনাদারেরা টাকা না পেয়ে চারটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন। ওই চার মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল চার বছর যাবৎ।
ওসি আরও বলেন, ‘আমরা জানতে পারি রবিউল শিবচর থানায় দীর্ঘ চার বছর পলাতক আছেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর সহযোগিতায় রবিউলকে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানায় হস্তান্তরের পর আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।’

চারটি চেক জালিয়াতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় গ্রামের রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে মাদারীপুরের শিবচর থানার পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে জেলহাজাতে পাঠিয়েছে দুর্গাপুর থানার পুলিশ। এর আগে গতকাল রোববার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তারের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী।
ওসি হাশমত আলী বলেন, রবিউল কোটিপতি হতে চেয়েছিলেন। তিনি ও তাঁর বাবা আয়েজ উদ্দিন মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। রবিউল ও তাঁর বাবা দুজনে মিলে খেটে যে আয় করতেন, সেখান থেকে সংসারে খরচ শেষে কিছু টাকা সঞ্চয় করতেন। সঞ্চয়ের সেই টাকা দিয়ে তাঁরা চার বিঘা জমি কিনে ফেলেন। এতে ভালোই চলছিল তাঁদের সংসার।
এদিকে টাকা বেড়ে যাওয়া একপর্যায়ে রবিউলের লোভ বেড়ে যায়। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাই সামান্য পুঁজি নিয়ে শুরু করেন পুকুর ব্যবসা। বড় বড় পুকুর বাকিতে লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন। ব্যাংক চেক জমা দিয়ে বাকিতে মাছের খাদ্য কিনতে থাকেন। শুধু তাই নয়, একপর্যায়ে চড়া সুদে দাদন ব্যবসায়ীদের কাছে ব্যাংক চেক জমা দিয়ে টাকা ধার নিয়ে পুকুর লিজের টাকা শোধ করেন। তবে এই বিপুল ঋণের টাকা মাছ বিক্রি করে শোধ করবেন বলে পরিকল্পনা ছিল তাঁর। রবিউলের ঋণ করা বিপুল পরিমাণ টাকা ব্যয়ে চাষ করা মাছ বেশি দামে বিক্রির আশায় নিয়ে যান ঢাকার এক আড়তে। আড়তদার বেশি দামে তাঁর কাছে থেকে বাকিতে মাছ কিনে নেন। এভাবে এক সপ্তাহে ঢাকার ওই আড়তে ৭০ লাখ টাকার মাছ সরবরাহ করেন রবিউল। এরপর আড়তদার পালিয়ে যান। রবিউল পড়েন মহাবিপদে ৷ টাকা উদ্ধার করতে না পেরে পূর্বে কেনা চার বিঘা জমি বিক্রি করে ফেলেন তিনি। শোধ করেন ঋণের আংশিক টাকা। এরপর বউ-বাচ্চা নিয়ে ঋণের দায়ে পালিয়ে যান।পাওনাদারেরা টাকা না পেয়ে চারটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন। ওই চার মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল চার বছর যাবৎ।
ওসি আরও বলেন, ‘আমরা জানতে পারি রবিউল শিবচর থানায় দীর্ঘ চার বছর পলাতক আছেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর সহযোগিতায় রবিউলকে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানায় হস্তান্তরের পর আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে