মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় প্রেমের অভিযোগ এনে নির্যাতন ও শ্লীলতাহানির অপমান সইতে না পেরে এক স্কুলছাত্রী (১৫) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার মৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মান্দা থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা মামলা করেন। এরপর অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম সাদ্দাম হোসেন (২৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ শাহের ছেলে।
মৃত স্কুলছাত্রীর চাচা জানান, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর ভাতিজিকে প্রতিবেশী মোজাফফর হোসেনের মেয়ে রীমা বেগম কৌশলে তাঁদের বাড়িতে ডেকে নেন। এ সময় ওই বাড়িতে কয়াপাড়া গ্রামের বজলুর রহমানের মেয়ে সুইটি বেগম, তার মা আনজুয়ারা বিবি, রীমার স্বামী সাদ্দাম হোসেনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তারা কুসুম্বা দীঘিরপাড়া গ্রামের চয়নুল ইসলামের ছেলে শামীম হোসেনের সঙ্গে তাঁর ভাতিজির প্রেম চলছে এমন অজুহাত তুলে একটি ঘরে আটকে রাখে। পরে রীমার স্বামী সাদ্দাম হোসেন তাঁর ভাতিজিকে বিভিন্নভাবে নির্যাতনসহ শ্লীলতাহানি করে।
মৃত স্কুলছাত্রীর বাবা বলেন, প্রতিবেশী মোজাফফর হোসেনের বাড়ি থেকে ছাড়া পেয়ে মেয়ে বাড়িতে ফিরে ঘটনার কথা প্রকাশ করে দেয়। এ নিয়ে উভয় পরিবারের নারীদের মধ্যে বাগ্বিতণ্ডার ও ঝগড়া হয়। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না। বাড়িতে ফিরে তারা ঘটনার বিষয়ে অবহিত হয়ে মেয়েকে সান্ত্বনা দেন।
তিনি আরও বলেন, মিথ্যা অভিযোগ তুলে নির্যাতন ও শ্লীলতাহানির অপমান সইতে না পেয়ে সকলের অগোচরে মেয়ে বিষপান করে। বিষয়টি টের পেয়ে প্রথমে মান্দা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে সে মারা যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনার তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁর মান্দায় প্রেমের অভিযোগ এনে নির্যাতন ও শ্লীলতাহানির অপমান সইতে না পেরে এক স্কুলছাত্রী (১৫) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার মৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মান্দা থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা মামলা করেন। এরপর অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম সাদ্দাম হোসেন (২৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ শাহের ছেলে।
মৃত স্কুলছাত্রীর চাচা জানান, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর ভাতিজিকে প্রতিবেশী মোজাফফর হোসেনের মেয়ে রীমা বেগম কৌশলে তাঁদের বাড়িতে ডেকে নেন। এ সময় ওই বাড়িতে কয়াপাড়া গ্রামের বজলুর রহমানের মেয়ে সুইটি বেগম, তার মা আনজুয়ারা বিবি, রীমার স্বামী সাদ্দাম হোসেনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তারা কুসুম্বা দীঘিরপাড়া গ্রামের চয়নুল ইসলামের ছেলে শামীম হোসেনের সঙ্গে তাঁর ভাতিজির প্রেম চলছে এমন অজুহাত তুলে একটি ঘরে আটকে রাখে। পরে রীমার স্বামী সাদ্দাম হোসেন তাঁর ভাতিজিকে বিভিন্নভাবে নির্যাতনসহ শ্লীলতাহানি করে।
মৃত স্কুলছাত্রীর বাবা বলেন, প্রতিবেশী মোজাফফর হোসেনের বাড়ি থেকে ছাড়া পেয়ে মেয়ে বাড়িতে ফিরে ঘটনার কথা প্রকাশ করে দেয়। এ নিয়ে উভয় পরিবারের নারীদের মধ্যে বাগ্বিতণ্ডার ও ঝগড়া হয়। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না। বাড়িতে ফিরে তারা ঘটনার বিষয়ে অবহিত হয়ে মেয়েকে সান্ত্বনা দেন।
তিনি আরও বলেন, মিথ্যা অভিযোগ তুলে নির্যাতন ও শ্লীলতাহানির অপমান সইতে না পেয়ে সকলের অগোচরে মেয়ে বিষপান করে। বিষয়টি টের পেয়ে প্রথমে মান্দা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে সে মারা যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনার তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
৭ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে