বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে বসত ঘরে লাগা আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় গোয়াল ঘরে থাকা দুটি গরুও পুড়ে মারা যায়।
গতকাল সোমবার রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাবাশি বেওয়া মোস্তাফিজুর রহমনের শাশুড়ি। তিনি জামাই বাড়িতে থাকতেন।
বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে এক বৃদ্ধাসহ দুইটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে মোস্তাফিজুর রহমান নামের ওই কৃষকের গোয়ালঘরসহ চারটি ঘর আসবাবপত্র পুড়ে ওই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকে গোয়াল ঘরের পাটখড়ির বেড়ায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারলেও গোয়ালঘর সংলগ্ন ঘরে ঘুমিয়ে থাকা শাশুড়ি কাবশি বেওয়া বের হতে পারেননি। তিনি আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থাতেই মারা যান।
মোস্তাফিজুর রহমন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, গরু বিক্রি করা নগদ ৭০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি গরু মারা গেছে। অপর একটি গরুর অবস্থা আশঙ্কাজনক।
কলাকোপা গ্রামে সাহেদ আলী বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়ে গ্রামের লোকজন আগুন নেভাতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা ভুল করে অন্য গ্রামে চলে যায়। গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
গাবতলী ফায়ার স্টেশনের ফায়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা চিনতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে মারা যাওয়া কাবাশি বেওয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার গাবতলীতে বসত ঘরে লাগা আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় গোয়াল ঘরে থাকা দুটি গরুও পুড়ে মারা যায়।
গতকাল সোমবার রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাবাশি বেওয়া মোস্তাফিজুর রহমনের শাশুড়ি। তিনি জামাই বাড়িতে থাকতেন।
বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে এক বৃদ্ধাসহ দুইটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে মোস্তাফিজুর রহমান নামের ওই কৃষকের গোয়ালঘরসহ চারটি ঘর আসবাবপত্র পুড়ে ওই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকে গোয়াল ঘরের পাটখড়ির বেড়ায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারলেও গোয়ালঘর সংলগ্ন ঘরে ঘুমিয়ে থাকা শাশুড়ি কাবশি বেওয়া বের হতে পারেননি। তিনি আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থাতেই মারা যান।
মোস্তাফিজুর রহমন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, গরু বিক্রি করা নগদ ৭০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি গরু মারা গেছে। অপর একটি গরুর অবস্থা আশঙ্কাজনক।
কলাকোপা গ্রামে সাহেদ আলী বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়ে গ্রামের লোকজন আগুন নেভাতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা ভুল করে অন্য গ্রামে চলে যায়। গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
গাবতলী ফায়ার স্টেশনের ফায়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা চিনতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে মারা যাওয়া কাবাশি বেওয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে