Ajker Patrika

উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫: ৩০
উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী এনজিও কর্মীসহ দুজন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দত্তকুশা এলাকায় এবং সকাল সোয়া ৭টার দিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কে থানার নাইমুড়ি রুয়াপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গাড়ীশাপাড়া গ্রামের মজিবর রহমানেরে মেয়ে মাহমুদা আক্তার মিশু (২৫) এবং রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান তথ্যটি নিশ্চিত করে জানান, সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দত্তকুশা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান মাহমুদা আক্তার মিশু। 

অন্যদিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কেবিনে থাকা মকবুল হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

ওসি আরও জানান, নিহত এনজিও কর্মী মাহমুদা আক্তার মিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালকের সহকারী মকবুল হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানার হেফাজতে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত