
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার আসামি জাহাঙ্গীর আলমের ফাঁসির দণ্ড কার্যকর না করতে অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবী এস এন গোস্বামী। গতকাল সোমবার তিনি চিঠি পাঠিয়ে রাজশাহী কারা কর্তৃপক্ষের কাছে এ অনুরোধ জানান।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এস এন গোস্বামী বলেন, ‘জাহাঙ্গীর আলমের ফাঁসি স্থগিত চেয়ে হাইকোর্টে করা একটি রিটের শুনানি এখনো হয়নি। এ অবস্থায় রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর না করতে কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। তবে এখন পর্যন্ত চিঠি কারা কর্তৃপক্ষ পেয়েছে কি না তা আমি জানি না।’
এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিলের মোবাইলে কল করা হয়। কিন্তু তিনি রিসিভ না করায় কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
উল্লেখ্য, ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি রাবি শিক্ষকদের পশ্চিমপাড়া আবাসিক কোয়ার্টারের পেছন থেকে অধ্যাপক ড. তাহের আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। ৩ ফেব্রুয়ারি তাঁর ছেলে সানজিদ আলভি আহমেদ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী, অধ্যাপক ড. তাহের বিভাগের একাডেমিক কমিটির প্রধান ছিলেন। একই বিভাগের সহযোগী অধ্যাপক মিয়া মো. মহিউদ্দিন অধ্যাপক পদে পদোন্নতির জন্য কমিটির সুপারিশ চেয়ে আসছিলেন। কিন্তু বাস্তব কারণে অধ্যাপক তাহের সুপারিশ করেননি। মূলত পদোন্নতি না পেয়ে ক্ষুব্ধ হয়ে মিয়া মহিউদ্দিন তাঁকে হত্যার পরিকল্পনা করেন।
এই মামলার বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর আদালত চারজনকে ফাঁসি ও দুজনকে খালাস দেন। পরে দণ্ডিত আসামিরা উচ্চ আদালতে আপিল করেন। এতে দুজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা হলেন কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর ভাই আব্দুস সালাম।
ফাঁসি বহাল থাকা দুজন হলেন অধ্যাপক ড. তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম ও রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৎকালীন সহযোগী অধ্যাপক ড. মিয়া মো. মহিউদ্দিন। রায় ঘোষণার পর থেকেই তাঁরা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন। তাঁদের কনডেম সেলে রাখা হয়েছে।
সব প্রক্রিয়া শেষে দুই ফাঁসির আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনও করেছিলেন। এ আবেদনও নাকচ হয়েছে। কারাবিধি অনুযায়ী, ২৫ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে যেকোনো দিন আসামিদের ফাঁসি কার্যকর করার কথা।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
৩ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
৩২ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
৩৭ মিনিট আগে