
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া দুটি পাথরের মূর্তি ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মূর্তি হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহম্মেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা ও নেজারত কালেক্টর মো. তৌফিক আজিজ।
জেলা প্রশাসক জানান, গত ২৩ জানুয়ারি জেলার ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো. শুকুরুদ্দীনের জমিতে নালা খনন করছিলেন শ্রমিকেরা। এ সময় দুটি পাথরের মূর্তি দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মূর্তি দুটি উদ্ধার করে জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা দেন।
এদিকে জেলা প্রশাসন উদ্ধার হওয়া মূর্তি দুটি হস্তান্তরের জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মূর্তি দুটি হস্তান্তর করেন জাতীয় জাদুঘরের উপ-কিপার দিবাকর শিকদারের কাছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের সহ-কিপার তাহমিদুন নবী ও সহ-কিপার গোলাম কাউসার।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে