Ajker Patrika

রাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর

রাবি প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৪৩
রাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হবে স্থগিত ভর্তি কার্যক্রম। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ পুনঃ নির্ধারিত হয়েছে। আগামী ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ক্লাস শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে।

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার থেকে আবাসিক হলগুলো আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।

গত ১ জুলাই পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দিলে বন্ধ হয়ে যায় ক্লাস-পরীক্ষা। এরই মধ্যে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন।

এমন পরিস্থিতিতে গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হলো। এরপর গত ১৭ জুলাই মধ্যরাতে এক জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত