নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের মাধ্যমে ভারত থেকে গরু চোরাচালানের সুযোগ করে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে নগরীর গোরহাঙ্গা এলাকার গুলশান হোটেল থেকে দুজনকে আটক করে বিজিবি। তাঁরা হলেন নোয়াখালীর কালিকাপুর গ্রামের নিজাম উদ্দিন (৭১) এবং নেত্রকোনার খাগড়া গ্রামের মেহেদী হাসান (৫৫)। পরে নগরের শালবাগান এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিকেলে ১ বিজিবির রাজশাহী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, নিজাম নিজেকে গরু ব্যবসায়ীদের কাছে সেনাবাহিনীর প্রধানের স্ত্রীর শিক্ষক হিসেবে পরিচয় দেন। অপর দিকে মেহেদী দাবি করেন, তিনি এমইএসের (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) ঠিকাদার। প্রতারকেরা গরু ব্যবসায়ীদের মিথ্যা আশ্বাস দিয়ে জানান, সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের মাধ্যমেই ভারত থেকে সীমান্ত পার করে গরু আনা যাবে এবং এ জন্য বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার বর্ডার খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন।
অভিযুক্ত দুজন ব্যবসায়ীদের বলেন, যাঁদের নির্বাচন করা হবে, তাঁরাই শুধু ভারত থেকে গরু আনতে পারবেন। এমনকি প্রতারকেরা দাবি করেন, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার গুলশান হোটেলে এসে চূড়ান্ত অনুমোদন দেবেন। পাশাপাশি ভারত থেকে প্রতি জোড়া গরু আনার জন্য ৩৫ হাজার টাকা করে দাবি করেন তাঁরা। আবার ১০ হাজার গরু পার করে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল বলেন, দুই ব্যক্তি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিলেন। আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি চেক বই, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের মাধ্যমে ভারত থেকে গরু চোরাচালানের সুযোগ করে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে নগরীর গোরহাঙ্গা এলাকার গুলশান হোটেল থেকে দুজনকে আটক করে বিজিবি। তাঁরা হলেন নোয়াখালীর কালিকাপুর গ্রামের নিজাম উদ্দিন (৭১) এবং নেত্রকোনার খাগড়া গ্রামের মেহেদী হাসান (৫৫)। পরে নগরের শালবাগান এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিকেলে ১ বিজিবির রাজশাহী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, নিজাম নিজেকে গরু ব্যবসায়ীদের কাছে সেনাবাহিনীর প্রধানের স্ত্রীর শিক্ষক হিসেবে পরিচয় দেন। অপর দিকে মেহেদী দাবি করেন, তিনি এমইএসের (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) ঠিকাদার। প্রতারকেরা গরু ব্যবসায়ীদের মিথ্যা আশ্বাস দিয়ে জানান, সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের মাধ্যমেই ভারত থেকে সীমান্ত পার করে গরু আনা যাবে এবং এ জন্য বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার বর্ডার খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন।
অভিযুক্ত দুজন ব্যবসায়ীদের বলেন, যাঁদের নির্বাচন করা হবে, তাঁরাই শুধু ভারত থেকে গরু আনতে পারবেন। এমনকি প্রতারকেরা দাবি করেন, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার গুলশান হোটেলে এসে চূড়ান্ত অনুমোদন দেবেন। পাশাপাশি ভারত থেকে প্রতি জোড়া গরু আনার জন্য ৩৫ হাজার টাকা করে দাবি করেন তাঁরা। আবার ১০ হাজার গরু পার করে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল বলেন, দুই ব্যক্তি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিলেন। আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি চেক বই, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
১২ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৩১ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে