নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের মাধ্যমে ভারত থেকে গরু চোরাচালানের সুযোগ করে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে নগরীর গোরহাঙ্গা এলাকার গুলশান হোটেল থেকে দুজনকে আটক করে বিজিবি। তাঁরা হলেন নোয়াখালীর কালিকাপুর গ্রামের নিজাম উদ্দিন (৭১) এবং নেত্রকোনার খাগড়া গ্রামের মেহেদী হাসান (৫৫)। পরে নগরের শালবাগান এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিকেলে ১ বিজিবির রাজশাহী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, নিজাম নিজেকে গরু ব্যবসায়ীদের কাছে সেনাবাহিনীর প্রধানের স্ত্রীর শিক্ষক হিসেবে পরিচয় দেন। অপর দিকে মেহেদী দাবি করেন, তিনি এমইএসের (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) ঠিকাদার। প্রতারকেরা গরু ব্যবসায়ীদের মিথ্যা আশ্বাস দিয়ে জানান, সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের মাধ্যমেই ভারত থেকে সীমান্ত পার করে গরু আনা যাবে এবং এ জন্য বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার বর্ডার খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন।
অভিযুক্ত দুজন ব্যবসায়ীদের বলেন, যাঁদের নির্বাচন করা হবে, তাঁরাই শুধু ভারত থেকে গরু আনতে পারবেন। এমনকি প্রতারকেরা দাবি করেন, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার গুলশান হোটেলে এসে চূড়ান্ত অনুমোদন দেবেন। পাশাপাশি ভারত থেকে প্রতি জোড়া গরু আনার জন্য ৩৫ হাজার টাকা করে দাবি করেন তাঁরা। আবার ১০ হাজার গরু পার করে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল বলেন, দুই ব্যক্তি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিলেন। আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি চেক বই, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের মাধ্যমে ভারত থেকে গরু চোরাচালানের সুযোগ করে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে নগরীর গোরহাঙ্গা এলাকার গুলশান হোটেল থেকে দুজনকে আটক করে বিজিবি। তাঁরা হলেন নোয়াখালীর কালিকাপুর গ্রামের নিজাম উদ্দিন (৭১) এবং নেত্রকোনার খাগড়া গ্রামের মেহেদী হাসান (৫৫)। পরে নগরের শালবাগান এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিকেলে ১ বিজিবির রাজশাহী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, নিজাম নিজেকে গরু ব্যবসায়ীদের কাছে সেনাবাহিনীর প্রধানের স্ত্রীর শিক্ষক হিসেবে পরিচয় দেন। অপর দিকে মেহেদী দাবি করেন, তিনি এমইএসের (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) ঠিকাদার। প্রতারকেরা গরু ব্যবসায়ীদের মিথ্যা আশ্বাস দিয়ে জানান, সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের মাধ্যমেই ভারত থেকে সীমান্ত পার করে গরু আনা যাবে এবং এ জন্য বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার বর্ডার খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন।
অভিযুক্ত দুজন ব্যবসায়ীদের বলেন, যাঁদের নির্বাচন করা হবে, তাঁরাই শুধু ভারত থেকে গরু আনতে পারবেন। এমনকি প্রতারকেরা দাবি করেন, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার গুলশান হোটেলে এসে চূড়ান্ত অনুমোদন দেবেন। পাশাপাশি ভারত থেকে প্রতি জোড়া গরু আনার জন্য ৩৫ হাজার টাকা করে দাবি করেন তাঁরা। আবার ১০ হাজার গরু পার করে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল বলেন, দুই ব্যক্তি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিলেন। আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি চেক বই, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩২ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে