নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের মাধ্যমে ভারত থেকে গরু চোরাচালানের সুযোগ করে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে নগরীর গোরহাঙ্গা এলাকার গুলশান হোটেল থেকে দুজনকে আটক করে বিজিবি। তাঁরা হলেন নোয়াখালীর কালিকাপুর গ্রামের নিজাম উদ্দিন (৭১) এবং নেত্রকোনার খাগড়া গ্রামের মেহেদী হাসান (৫৫)। পরে নগরের শালবাগান এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিকেলে ১ বিজিবির রাজশাহী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, নিজাম নিজেকে গরু ব্যবসায়ীদের কাছে সেনাবাহিনীর প্রধানের স্ত্রীর শিক্ষক হিসেবে পরিচয় দেন। অপর দিকে মেহেদী দাবি করেন, তিনি এমইএসের (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) ঠিকাদার। প্রতারকেরা গরু ব্যবসায়ীদের মিথ্যা আশ্বাস দিয়ে জানান, সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের মাধ্যমেই ভারত থেকে সীমান্ত পার করে গরু আনা যাবে এবং এ জন্য বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার বর্ডার খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন।
অভিযুক্ত দুজন ব্যবসায়ীদের বলেন, যাঁদের নির্বাচন করা হবে, তাঁরাই শুধু ভারত থেকে গরু আনতে পারবেন। এমনকি প্রতারকেরা দাবি করেন, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার গুলশান হোটেলে এসে চূড়ান্ত অনুমোদন দেবেন। পাশাপাশি ভারত থেকে প্রতি জোড়া গরু আনার জন্য ৩৫ হাজার টাকা করে দাবি করেন তাঁরা। আবার ১০ হাজার গরু পার করে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল বলেন, দুই ব্যক্তি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিলেন। আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি চেক বই, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের মাধ্যমে ভারত থেকে গরু চোরাচালানের সুযোগ করে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে নগরীর গোরহাঙ্গা এলাকার গুলশান হোটেল থেকে দুজনকে আটক করে বিজিবি। তাঁরা হলেন নোয়াখালীর কালিকাপুর গ্রামের নিজাম উদ্দিন (৭১) এবং নেত্রকোনার খাগড়া গ্রামের মেহেদী হাসান (৫৫)। পরে নগরের শালবাগান এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিকেলে ১ বিজিবির রাজশাহী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, নিজাম নিজেকে গরু ব্যবসায়ীদের কাছে সেনাবাহিনীর প্রধানের স্ত্রীর শিক্ষক হিসেবে পরিচয় দেন। অপর দিকে মেহেদী দাবি করেন, তিনি এমইএসের (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) ঠিকাদার। প্রতারকেরা গরু ব্যবসায়ীদের মিথ্যা আশ্বাস দিয়ে জানান, সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের মাধ্যমেই ভারত থেকে সীমান্ত পার করে গরু আনা যাবে এবং এ জন্য বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার বর্ডার খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন।
অভিযুক্ত দুজন ব্যবসায়ীদের বলেন, যাঁদের নির্বাচন করা হবে, তাঁরাই শুধু ভারত থেকে গরু আনতে পারবেন। এমনকি প্রতারকেরা দাবি করেন, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার গুলশান হোটেলে এসে চূড়ান্ত অনুমোদন দেবেন। পাশাপাশি ভারত থেকে প্রতি জোড়া গরু আনার জন্য ৩৫ হাজার টাকা করে দাবি করেন তাঁরা। আবার ১০ হাজার গরু পার করে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল বলেন, দুই ব্যক্তি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিলেন। আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি চেক বই, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে