
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে বাড়ির বাইরে বের হয়ে এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ওই বৃদ্ধার ছেলের দাবি, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আজ বুধবার বিকেলে উল্লাপাড়া পৌরশহরের চৌকিদহ ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই বৃদ্ধার নাম—রাবেয়া খাতুন (৭৬)। তিনি উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা এলাকার বাসিন্দা।
রাবেয়া খাতুনের বড় ছেলে রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রোববার বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় জিডি করেছি।’
তিনি আরও বলেন, ‘আজ বিকেলে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্থানীয়দের দেখায়। পরে তাঁর পড়নের কাপড় দেখে আমাদের মাকে শনাক্ত করি।’
এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল এ এসপি) অমৃত সূত্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পরে আজ স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সেখানে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
১৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে