চাঁপাইনবাবগঞ্জে চাহিদা অনুযায়ী পেট্রল ও অকটেন সরবরাহ না থাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলা শহরের কিছু স্থানে পেট্রল-অকটেন পাওয়া গেলেও উপজেলার প্রায় তেল পাম্প বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, নানা অজুহাত দেখিয়ে তেল কোম্পানিগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। তবে এখন পর্যন্ত ডিজেল ও কেরোসিনের সরবরাহ ঠিক রয়েছে। ডিপো থেকে সরবরাহ না থাকার ফলেই এমনটি হচ্ছে।
জেলা শহরের শিবতলা এলাকার মোটরসাইকেল চালক সজিব আলী বলেন, বিভিন্ন তেল পাম্প ঘুরে ঘুরে পেট্রল না পেয়ে গতকাল শনিবার থেকে বাধ্য হয়ে গাড়িতে অকটেন ব্যবহার করেছিলাম। কিন্তু আজ গিয়ে দেখি অকটেনও নেই।
শিবগঞ্জ উপজেলার রাজ্জাক নামে একজন বলেন, ঈদের পরদিন থেকেই এখানকার কোনো তেল পাম্পে পেট্রল-অকটেন নেই। তবে সকালে শিবগঞ্জ তেল পাম্পে কিছু মানুষকে পেট্রল দিয়েছে। ফের দুপুর থেকে বন্ধ রয়েছে।
রানিহাটি এলাকার আসরাফ নামে এক মোটরসাইকেল চালক বলেন, ছোট দুই ছেলেকে নিয়ে জেলা শহরে গিয়েছিলাম ঘুরতে। কিন্তু আশার পথে তেল শেষ হয়ে যায়। পরে বিভিন্ন তেল পাম্প ঘুরেও তেল না পেয়ে অটোরিকশায় করে বাড়িতে ফিরছি।
মেসার্স শিবগঞ্জ ফিলিং স্টেশনের জহিরুল কাইউম বাবর বলেন, গত এক মাস থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। যা তেল ছিল ঈদের পরদিনই শেষ হয়ে গিয়েছিল। আগে থেকে টাকা দিয়ে ১২ হাজার লিটার তেলের অর্ডার করে গত শুক্রবার ৩ হাজার লিটার তেল পেয়েছিলাম। তা আজকে দুপুরেই শেষ হয়ে গেছে। তাই এখন তেল পাম্প বন্ধ রয়েছে। গত কয়েক দিন ধরে সিরাজগঞ্জসহ বেশ কিছু স্থানে খোঁজ নিয়েও তেল পাইনি।
গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকার মেসার্স রায়হান ফিলিং স্টেশনের রায়হান আলী বলেন, গতকাল বিকেল থেকে এখানকার কোনো তেল পাম্পে তেল নেই। তবে আমাদের কাছে এক হাজার লিটার পেট্রল তেল ছিল। কিন্তু সকাল থেকে এত মোটরসাইকেল তেল নিতে এসেছে যে দুপুরেই শেষ হয়ে গেছে। এরই মধ্যে সিরাজগঞ্জ ডিপোতে কথা বলেছি। আগামী মঙ্গলবারের আগে আর তেল দিতে পারব না।
জেলা শহরের পিটিআই এলাকার খান ফিলিং স্টেশনের বাবু আলী বলেন, গত ৭ দিন থেকেই পেট্রল ও অকটেন সংকট রয়েছে। তবে আমার পাম্পে তেল ছিল। কিন্তু এখন প্রায় শেষের পথে। গত শুক্রবার সাড়ে ৯ হাজার লিটার পেট্রল ও অকটেনের অর্ডার দিয়েছিলাম। কিন্তু পেয়েছি মাত্র সাড়ে ৪ হাজার লিটার। তাও কালকে আসবে। ডিপো থেকে নানা অজুহাতে তেল দিচ্ছে না।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২৮ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে